তার উপযোগিতা। আর তার বিদায়বার্তা ঘোষণা করতে যাচ্ছে অ্যাপল আর এলজির স্মার্টফোনে ব্যবহৃত ক্যামেরা মডিউলের নির্মাতা প্রতিষ্ঠান এলজি ইনোটেক। এলজি ইনোটেক এবং কয়েকটি ক্যামেরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখন মনোযোগ দিয়েছে আরো ওয়াইড-অ্যাঙ্গেল ভিউসহ ছোট ছোট ক্যামেরা লেন্স তৈরিতে। আর এ খবর প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির গবেষণা প্রকৌশলী ইউ দোং কাগ।স্মার্টফোনের সামনে এ লেন্স বসালে আরো বিস্তৃত হবে এর ভিউ পয়েন্ট। ফলে সামনের দিনগুলোয় সেলফোন হাতে ধরেই ফ্রেমবন্দি করে ফেলা যাবে অনেক বেশি লোককে। প্রয়োজন হবে না কোনো সেলফি স্টিকের। এ মাসেই বাজারে আসছে এলজির নতুন জি-ফোর মডেলের ফোন। জি-সিরিজের আগের মডেলের ফোন থেকে এর সামনের লেন্সের বিস্তৃতি বাড়ছে ১৫ শতাংশ। তবে একটি লেন্সের বিস্তার সর্বোচ্চ কতটুকু হতে পারে, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি এলজি। এলজির এ নতুন মডেলের ফোনটিতে সামনের ক্যামেরার রেজুলেশন থাকছে ৮ মেগাপিক্সেল। পেছনের ক্যামেরার রেজুলেশন হবে ১৬ মেগাপিক্সেল। অন্যদিকে আইফোন সিক্সের পেছনে এখনো ব্যবহার করা হয় ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।সেলফি স্টিকের ভবিষ্যৎ সম্পর্কে ইউ দোং কাগের মন্তব্য, এ স্টিকগুলো ছাড়াই সেলফি তোলা যায়, এমন পণ্যের দিকে খুব দ্রুতই বাজার ঘুরে যাবে।









Post a Comment