Showing posts with label
বিচিত্র মানুষের খাদ্যাভ্যাস: খাবারে ডিশে জ্যান্ত ব্যাঙ.
Show all posts
Showing posts with label
বিচিত্র মানুষের খাদ্যাভ্যাস: খাবারে ডিশে জ্যান্ত ব্যাঙ.
Show all posts
সবকিছু অতিরিক্ত তরতাজা টাটকা খাবার জন্য জাপানিজরা খুবই বিখ্যাত, কিন্তু নীচের ইউটিউব ভিডিওতে যখন দেখা যায়, একটি জাপানিজ তরুনী জীবন্ত ব্যাঙের শাসিমি খাচ্ছে, আর ব্যাঙটি কিনা তখনো নড়াচড়া করছে খাবার প্লেটের মধ্যে, তা কারো কারো কাছে বিরক্তির কারন হলেও হতে পারে। টোকিওর আসাডাচি রেষ্টুরেন্ট থেকে ধারণ করা হয়েছে এই ভিডিওটি, বিচিত্র উদ্ভট সব খাবারের জন্য রেষ্টুরেন্টটি খুব সুপরিচিত। মাছের শাসিমি বাদেও হোটেলটিতে ঘোড়া, মুরগী , ব্যাঙের শাসিমিও পাওয়া যায়। ভিডিওটিতে দেখা যায়, একটি ব্যাঙকে প্রথমে জবাই করে চামড়া ছাড়ানো হয় , তারপর তা পরিবেশন করা বরফের একটি পাত্রের মধ্যে এক টুকরা লেবু দিয়ে। যেহেতু ব্যাঙটিকে জবাই করার সাথে সাথে পাত্রে পরিবেশন করা হয়, তাই দেখা যায়, খাবার সময় তখনো চোখের পাতা নড়ছে ব্যাঙটির মুখ নাড়ছে, হাত পা ছুড়ছে, তখনো, সেই অবস্হায় খেয়ে ফেলছে তরুনীটি।
বিচিত্র মানুষের খাদ্যাভ্যাস: খাবারে ডিশে জ্যান্ত ব্যাঙ,