নিজের ২৪ বছরের ক্যারিয়ারে অনেক সমালোচনা, গুজব শুনেও মুখ খোলেননি শচীন। কথা না বলে সব উত্তর দিয়েছে তার ব্যাট। কিন্তু সে সব নিজের বিষয়ে ছিল বলে হয়তো খুব বেশি পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেননি মাস্টার ব্লাস্টার। কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার মেয়ে সারা। তাই আর চুপ থাকতে পারলেন না ‘বাবা’ শচীন। ফেসবুকে নিজের ক্ষোভ আর বিরক্তি প্রকাশ করে জানিয়ে দিলেন, ‘মেয়ে সারা এখন পড়াশুনায় ব্যস্ত, কোনও সিনেমায় নামছে না সে।’
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই মিডিয়ায় জল্পনা চলছে বলিউডে পা রাখছে শচীন তনয়া। শুধু তাই নয় এ রকম প্রতিবেদনও প্রকাশিত হয় যে বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চলছে তার। সবকিছুর মাত্রা ছাড়িয়ে যায় দু’একদিন আগে প্রকাশিত একটি খবরে। সেখানে জানানো হয়, সারা টেন্ডুলকর সিনেমায় নামছে শাহিদ কাপুরের নায়িকা হিসাবে।
এই খবর প্রকাশের পরই বিষয়টি নিয়ে আরও আলোচনা শুরু হয়। এরপরই সোমবার মুখ খোলেন শচীন। ফেসবুকে লেখেন, ‘আমার মেয়ে সারা ওর পড়াশুনা উপভোগ করছে এখন। খুবই বিরক্তি বোধ করছি ওর সিনেমার নামার ভিত্তিহীন খবরগুলোর জন্য।’
বর্তমানে শচীন কন্যাকে বাবা মায়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে উপস্থিত থাকতে দেখা যায়। এর থেকেই সকলেই ধারণা করে নেন যে হয়তো সিনেমাতেই নামছে সে।
Post a Comment