অফার বিস্তারিত নিচে উল্লেখ করা হলো

এই অফার শুধুমাত্র গ্রামীণফোন প্রি-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
এই অফার ১ এপ্রিল ২০১৪ থেকে আরম্ভ হয়ে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত চলবে
মডালিটি

নির্দিষ্টভাবে ২৮ কিংবা, ৫৮ টাকা রিচার্জেই ১০০% বোনাস পাওয়া যাবে।
যাদের জন্য প্রযোজ্য

নিশ্চিন্ত, বন্ধু, ডিজুস, আমন্ত্রণ, স্মাইল, সহজ, আপন, স্পন্দন, বিজনেস সলিউশন ১, ২, ৩ এবং সফল, একতা (১, ২, ৩ ও ৪) গ্রাহকদের জন্যে প্রযোজ্য
অন্যান্য

এই অফার উপভোগ করতে, গ্রাহককে নির্দিষ্টভাবে ২৮ কিংবা, ৫৮ টাকা রিচার্জ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে তিনি পাবেন যথাক্রমে ৫৬ ও ১১৬ টাকা। কোনো অপ্ট-ইন-এর প্রয়োজন নেই।
কাস্টমার ২ দিন মেয়াদে, দিনরাত ২৪ ঘন্টা শুধুমাত্র জিপি-জিপি কলের ক্ষেত্রে (এফএনএফ, সুপার এফএনএফ এবং কম্যুনিটি/সিইউজি কল ব্যতীত)বোনাস ব্যবহার করতে পারবেন।
রিচার্জ শুধুমাত্র ফ্লেক্সিলোড-এর মাধ্যমে হতে হবে।
রিচার্জের পর কাস্টমার ১০০% বোনাস সংক্রান্ত একটি এসএমএস পাবেন।
বোনাস অ্যামাউন্টের মেয়াদ রিচার্জের দিন থেকে ২ দিন।
ডিওয়াইপি (মাই জোন) এই ক্যাম্পেইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বোনাস মিনিট শেষ হবার পর পুণরায় মাই জোন ট্যারিফ সচল হবে।
বোনাস টাকা ট্র্যান্সফার করা যাবেনা।
প্রাপ্ত বোনাস সম্পর্কে জানতে কাস্টমারকে ডায়াল করতে হবে *566*8#
১৫% ভ্যাট প্রযোজ্য
Post a Comment