নিলস বোরের পরীক্ষার খাতা
পরমাণু মডেলের জনক নিলস বোর। ছোটবেলায় পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলেই মা তাকে জিজ্ঞেস করতেন, ‘খোকা, কেমন হলো পরীক্ষা?’
বোর বলতেন, ‘ভালো।’
এক দিন, দুই দিন, তিন দিন… প্রতিদিন মায়ের একই প্রশ্ন।
এভাবে একদিন স্কুল থেকে ফেরার পর আবারও মা জিজ্ঞেস করলেন, ‘খোকা, কেমন হলো পরীক্ষা?’
বোর ব্যাগ থেকে পরীক্ষার খাতা বের করে দিলেন মায়ের হাতে। ‘আজ আর খাতা জমা দিইনি। বাসায় নিয়ে এলাম। তুমি নিজেই দেখে নাও, আমি কেমন পরীক্ষা দিই!’
বোর বলতেন, ‘ভালো।’
এক দিন, দুই দিন, তিন দিন… প্রতিদিন মায়ের একই প্রশ্ন।
এভাবে একদিন স্কুল থেকে ফেরার পর আবারও মা জিজ্ঞেস করলেন, ‘খোকা, কেমন হলো পরীক্ষা?’
বোর ব্যাগ থেকে পরীক্ষার খাতা বের করে দিলেন মায়ের হাতে। ‘আজ আর খাতা জমা দিইনি। বাসায় নিয়ে এলাম। তুমি নিজেই দেখে নাও, আমি কেমন পরীক্ষা দিই!’
অল্প কথার চিঠি
জার্মান লেখক এবং রাজনীতিবিদ জোহান ওল্ফগ্যাং একবার বন্ধুর কাছে বিশাল এক চিঠি লিখলেন। চিঠির শেষে ‘বি. দ্র.’ দিয়ে লেখা ছিল, ‘দুঃখিত। সময়স্বল্পতার কারণে চিঠিটা অল্প কথায় লিখতে পারলাম না।’
->>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>NBC<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
Post a Comment