আজ
ভূমিকম্পের সময় মানুষ বাঁচার জন্য ছুটাছুটি করছিল। কেউ বা কাঁদছিল আবার
কেউ ঠাট্টাও করছিল। ভয়ে মানুষের দিকে তাকানো যাচ্ছিল না। নিজেকে ও অসহায়
লাগছিল। নিজের আপন মানুষদের কথা স্মরণ ছিল না। দেখুন আজ ১ মিনিটে এ দশা
তাহলে সেদিন কি হবে বুঝার আর বাকি নেই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেনঃ
আর তোমরা সেদিনের ভয় কারো, যখন কেউ কারও সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না, কারও কাছ থেকে ক্ষতিপূরণও নেয়া হবে না এবং কোনো রকম সাহায্যও পাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেনঃ
আর তোমরা সেদিনের ভয় কারো, যখন কেউ কারও সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না, কারও কাছ থেকে ক্ষতিপূরণও নেয়া হবে না এবং কোনো রকম সাহায্যও পাবে না।
Post a Comment