আর নয় আইপিএল,
প্রীতি ফিরছেন বলিউডে,
লিউড
সুন্দরী প্রীতি
জিন্তার অভিনয়
যারা
দেখেছের তারা
একবাক্যে মানবেন
সমসাময়িক অনেক
অভিনেত্রীর চাইতেই
এগিয়ে
তিনি। বীর
জারা,
কাল
হো
না
হো,
কয়ি
মিল
গ্যায়া
ছবিগুলোতে তিনি
নিজের
সবটুকু
উজার
করে
দিয়েছিলেন। পেয়েওছিলেন প্রশংসা।
মাঝখানে তিনি
অভিনয়
থেকে
সরে
দাঁড়ালেন। ব্যস্ত
হয়ে
উঠলেন
আইপিএল
নিয়ে।
ভক্তদের অনুরোধে ঘোষণা
দিয়েছিলেন বছরে
তিনি
একটা
করে
ছবি
করবেন।
তবে
সিদ্ধান্ত বদল
করেছেন
এই
সুন্দরী। এবার
তিনি
জানিয়ে
দিলেন,
আইপিএল
আর
নয়।
ক্রিকেট বাণিজ্যের আসর
ছেড়ে
তিনি
আবার
স্বমহিমায় ফিরতে
চলেছেন
বলিউডে।
২০০৮
সালে
আইপিএল
শুরু
হওয়ার
পর
ক্রিকেটকেই বেশি
গুরুত্ব দিয়েছিলেন ‘দিল
সে’
ছবিতে
শাহরুখের অন্যতম
এই
সহ-অভিনেত্রী। প্রীতি মনে করেন,
২০০৮
সালে
ক্রিকেটের তাকে
প্রয়োজন ছিল।
আপাতত
অষ্টম
আইপিএল-এ তার দল
কিংস
ইলেভেন
পঞ্জাব,
যার
সহ-মালিক হলেন প্রীতি
এবং
খেলাটার আর
তাকে
সেভাবে
প্রয়োজন নেই।
তার
দল
এবং
এই
ব্যবসাটা এখন
একটা
স্থিত
জায়গায়
পৌঁছে
গেছে।
তাই
প্রীতির মনে
হয়েছে
বলিউডে
তার
আবার
ফিরে
আসা
উচিত।
প্রীতির দাবি,
তার
ভক্তদের তার
কাছে
থেকে
আরও
অনেক
কিছু
পাওনা
আছে।
আর
তিনি
এখন
শুধু
খেলাটাকেই উপভোগ
করতে
চান।
খুব
শীঘ্রই
ছোটপর্দার শো
‘নাচ
বালিয়ে-৭’এ প্রীতিকে বিচারকের ভূমিকায় দেখা
যাবে।
সেখানে
তিনি
বিচারকের আসন
ভাগ
করে
নেবেন
লেখক
চেতন
ভগত
এবং
কোরিওগ্রফার মার্জি
পেস্তোলজির সঙ্গে।
এছাড়াও প্রীতির ছবি
‘ভাইয়াজি সুপারহিটে’র
শ্যুটিংও প্রায়
শেষের
পথে।
আরও
কিছু
ছবিতে
কাজ
করার
কথা
চলছে,
জানিয়েছেন প্রীতি।
প্রযোজক হিসেবে
প্রীতির প্রথম
ছবি,
যেখানে
তিনি
অভিনয়ও
করেছিলেন, ‘ঈশক
ইন
প্যারিস’ সেভাবে
সাফল্যের মুখ
বলিউডে
দেখতে
না
পেলেও,
তিনি
মনে
করেন
অসফলতা
থেকেই
অভিজ্ঞতা সঞ্চয়
করা
যায়।
আগামী
দিনে
তিনি
আরও
ভাল
ও
আরও
বড়
কাজ
নিয়ে
ফিরে
আসবেন
বলে
আশা
স্বয়ং
Post a Comment