ভালবাসা এক অন্য জিনিস
সবাই কানাকানি করত আপা নাকি মাঝে মধ্যে ড্রাগস নেয়।
সবাই কেন যেন খুব ভয় পেতাম ওনাকে।
মাঝে মাঝে কোন কোন দিন আসত যেদিন আপু উচ্চস্বরে বিলাপ করে কাঁদত আর চিত্কার করত। ওনার সেই কান্নার মধ্যে কী যেন একটা তীব্র হাহাকার ছিল!
ইন্টারের পুরো দুই বছর বন্যা আপার রুমে ছিলাম। ওনার কাছ থেকে যেটুকু শুনেছিলাম তার সারাংশ হল তপন ভাইকে উনি খুব ভালবাসতেন। ওনাদের খুব সুন্দর একটা প্রেমের সম্পর্ক ছিল।
কিন্তু সেই তপন ভাই যখন আমেরিকান সিটিজেনশিপের আশায় ওনার কাজিনকে বিয়ে করে ফেললেন সেই ধাক্কাটা আপু কোনভাবেই সহ্য করতে পারেন নি।
উনি প্রায়ই একটা কথা বলতেন-
“একবার কাউকে ভালবাসার পর ঐ একই হৃদয়টা দিয়ে দ্বিতীয় কাউকে ভালবাসার ক্ষমতা আর থাকে না”
কলেজ ছেড়ে দেবার পর ওনার সাথে আর তেমন যোগাযোগ ছিল না।
এর কয়েক বছর সার্টিফিকেট তুলতে একদিন কলেজ গিয়েছিলাম। লাইব্রেরী রুমের সামনে পে-স্লিপ নিয়ে দাড়িয়ে আছি হঠাত্ দেখি সেই বন্যা আপা আর তার ওড়না ধরে টুকটুক করে হাটছে একটা ডল পুতুলের মত মেয়ে।
অনেক্ষণ কথা বললাম। বিয়ে করেছেন। হাজব্যান্ড একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভাল জব করে। বন্যা আপা তার আগের রিলেশানের সব জানিয়েই বিয়ে করেছেন।
ফিরে আসার সময় ওনার একটা কথাই বার বার কানে বাজছিল-
“আল্লাহ যে আমার মত মানুষের ভাগ্যে এতটা সুখ লিখে রেখেছিলেন এটা কখনো স্বপ্নেও ভাবিনি রে”
আসলে আল্লাহ যাকে আমাদের ভাগ্যে লিখে রাখেনি সেই মানুষটাই হল আমাদের জীবনের ভুল মানুষ। অথচ সেই ভুল মানুষগুলোর পেছনেই আমরা ছুটে বেড়াই সুখ নামের মরীচিকার আশায়।
আসলে কারো জন্যেই কারো জীবন থেমে থাকবে না। তপনরা হয়ত থাকবে না কিন্তু অন্য আর একজন ঠিকই সেই শুন্যস্থান পূরন করবে।
আর যেই সম্পর্কটা ভেঙে যায় ঐটার মধ্যে আসলে কোনকালেই ভালবাসা ছিল না। ভালবাসা এক অন্য জিনিস।
Post a Comment