ঢাকাই
চলচ্চিত্রে তানহা
তাসনিয়ার আগমন
রফিক
সিকদারের ‘ভোলা
তো
যায়
না
তারে’
ছবি
দিয়ে। রোমান্টিক ঘরানার
এ
ছবিতে
তিনি
নায়িকা
হিসেবে
কাজ
করছেন। তার
বিপরীতে আছেন
ঢালিউডের পরিচিত
মুখ
নিরব।
তানহা জানালেন, এ ছবিটির শুটিং শেষ। এখন চলছে ডাবিংয়ের কাজ। আসছে ঈদের মধ্যেই ছবিটি মুক্তি দেয়ার কথা ভাবছেন পরচিালক।
নিজের প্রথম ছবি নিয়ে তানহা বলেন, ‘ভোলা তো যায় না তারে আমার প্রথম কাজ। প্রথম সবকিছুই স্পেশাল। চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। আশা করছি নীরব ভাইয়ের সাথে আমার ‘স্ক্রীন কেমিস্ট্রি’ ভালো লাগবে দর্শকদের। ছবিটির ব্যবসায়িক সাফল্য দিয়েই শুভযাত্রার প্রত্যাশায় আমি।’

তানহা জানালেন, এ ছবিটির শুটিং শেষ। এখন চলছে ডাবিংয়ের কাজ। আসছে ঈদের মধ্যেই ছবিটি মুক্তি দেয়ার কথা ভাবছেন পরচিালক।
নিজের প্রথম ছবি নিয়ে তানহা বলেন, ‘ভোলা তো যায় না তারে আমার প্রথম কাজ। প্রথম সবকিছুই স্পেশাল। চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। আশা করছি নীরব ভাইয়ের সাথে আমার ‘স্ক্রীন কেমিস্ট্রি’ ভালো লাগবে দর্শকদের। ছবিটির ব্যবসায়িক সাফল্য দিয়েই শুভযাত্রার প্রত্যাশায় আমি।’


আহমেদ
হুমায়ুনের সঙ্গীত
পরিচালনায় এ
ছবিতে
গান
গাইছেন
কুমার
বিশ্বজিৎ, কিশোর,
খেয়া,
পিংকি
ও
ভারতীয়
সঙ্গীতশিল্পী জোজো।
বর্তমানে অন্যান্য ব্যস্ততার কথা জানতে চাইলে মিষ্টি হাসির লাস্যময়ী তানহা বলেন, ‘হুট করে মিডিয়াতে এলেও বুঝে শুনে পা ফেলতে চাই। অভিনয় করতে চাই ভিন্ন কিছু চরিত্রে। গতানুগতিক নায়িকার গন্ডি ভেঙ্গে নিজের অভিনয় পরিধিকে বাড়াতে চাই। দেখাতে চাই নিজের যোগ্যতা। সে ভাবনায় গড়পরতা গল্প আর চরিত্রের ছবিতে কাজ করছি না। বেশ কিছু ভালো ছবির প্রস্তাব পেয়েছি। শিগগির ঘোষণা আসবে।
বর্তমানে অন্যান্য ব্যস্ততার কথা জানতে চাইলে মিষ্টি হাসির লাস্যময়ী তানহা বলেন, ‘হুট করে মিডিয়াতে এলেও বুঝে শুনে পা ফেলতে চাই। অভিনয় করতে চাই ভিন্ন কিছু চরিত্রে। গতানুগতিক নায়িকার গন্ডি ভেঙ্গে নিজের অভিনয় পরিধিকে বাড়াতে চাই। দেখাতে চাই নিজের যোগ্যতা। সে ভাবনায় গড়পরতা গল্প আর চরিত্রের ছবিতে কাজ করছি না। বেশ কিছু ভালো ছবির প্রস্তাব পেয়েছি। শিগগির ঘোষণা আসবে।

Post a Comment