এতে রিয়াজের বিপরীতে কাজ করেছেন নাদিয়া। আরো অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা। সম্প্রতি সিলেট এবং ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।জেলা শহরের স্টেশনে ট্রেন থামে। আজাদ ট্রেন থেকে প্লাটফর্মে নামে, এই স্টেশন তার কতই না চেনা অথচ পনের বছর পর চেনা স্টেশনটা একদম অচেনা লাগে। বিচার বিভাগের এক ভুল সেই সাথে তার মন্দ কপালের জন্য আজাদকে পনের বছর জেল খাটতে হয়েছে। এই আজাদকে নিয়েই এ নাটকের গল্প। আজাদ চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ।নাটকটি শিগগির কোনো একটি টিভি চ্যানেলে প্রচার করা হবে।
Post a Comment