নিহতরা হলো, কাশিমপুর গ্রামের দালাল বাড়ির মহসিন মিয়ার ছেলে আবদুল বাতেম (৫) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শাহিনাল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিয়াদ হোসেন। বাতেম ও রিয়াদ সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। রিয়াদ হোসেনের নানা বাড়ি এটি।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল বেলা সবার অগোচরে দুই শিশু ঘর থেকে বের হয়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে তাদের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আ. মান্নান জাগো নিউজকে জানান, এলাকা থেকে খবর পেয়ে রাত ৯টায় আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পরিবারের আবেদনের প্রেক্ষিতে দুই শিশুর লাশ পারিবারিকভাবে দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Post a Comment