দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস৬ ও এস৬ এজ,
দেশের
বাজারে
স্যামসাং নিয়ে
এলো
গ্যালাক্সি সিরিজে
নতুন
স্মার্টফোন এস৬
ও
এস৬
এজ। বেসাকারি টেলিকম
অপারেটর গ্রামীণফোনের সহায়তায় স্যামসাং মোবাইল
বাংলাদেশ স্মার্টফোন দুটি
বাজারে
এনেছে।
সোমবার
রাজধানীর একটি
হোটেলে
সংবাদ
সম্মেলনের এর
আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা
করা
হয়।
এ
সময়
উপস্থিত ছিলেন-
গ্রামীণফোনের চিফ
মার্কেটিং অফিসার
অ্যালান বঙ্কে
এবং
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্রাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক সি
এস
মুন,
স্যামসাং বাংলাদেশের হেড
অব
মোবাইল
হাসান
মেহদীসহ উভয়
প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো
হয়,
গ্যালাক্সি এস৬
এবং
গ্যালাক্সি এস৬
এজ
এ
প্রাণবন্ত এবং
দ্রুত
ফ্রন্ট
ও
ব্যাক
ক্যামেরা রয়েছে।
ফোনদুটি ওয়্যারসহ অত্যন্ত দ্রুত
চার্জ
করা
যায়,
যা
গ্যালাক্সি এস৫
এর
তুলনায়
১.৫ গুণ বেশি
দ্রুত
এবং
মাত্র
১০
মিনিট
চার্জ
করেই
ব্যবহার করা
যাবে
৪
ঘন্টা।
স্লিম
(৬.৮ মি.মি/
৭.০ মি.মি
এজ)
এবং
হাল্কা
(১৩৮
গ্রাম/
১৩২
গ্রাম
এজ)
গ্যালাক্সি এস৬
এবং
গ্যালাক্সি এস৬
এজ
এ
রয়েছে
সবচেয়ে
অত্যাধুনিক স্যামসাং কোর
প্রযুক্তি। সম্ভাব্য ক্ষতিকর আক্রমণ
থেকে
সুরক্ষার জন্য
ডিভাইস
দুটিতে
ব্যবহৃত হচ্ছে
আরও
উন্নত
স্যামসাং নক্স
সুরক্ষা ব্যবস্থা।
স্যামসাং বাংলাদেশের হেড
অব
মোবাইল
হাসান
মেহদী
বলেন,
গ্যালাক্সি এস৬
এবং
গ্যালাক্সি এস৬
এজ
এর
মাধ্যম্যে স্যামসাং মোবাইল
প্রযুক্তির নতুন
ধাপ
উন্মোচন করেছে।
যা
দেশের
বাজারেও জনপ্রিয়তা লাভ
করবে।
গ্রামীণফোনের চিফ
মার্কেটিং অফিসার
অ্যালান বঙ্কে
বলেন,
জিপি
(গ্রামীণফোন) সব
সময়
চেষ্টা
করে
গ্রাহকদের সর্বোত্তম সেবা
প্রদান
করতে।
বাংলাদেশের জিপি
গ্রহকরা সর্বপ্রথম স্যামসাং গ্যালাক্সি এস৬
এবং
গ্যালাক্সি এস৬
এজ
ব্যবহারের সুযোগ
পাবে।
গ্রামীণফোন ২৪
মাসের
একটি
ইএমআই
সুবিধা
চালু
করেছে।
জিপি
গ্রহকরা ফোন
দুটো
২৫
শতাংশ
কমে
কিনতে
পারবে
এবং
২
জি
ফ্রি
ইন্টারনেট ব্যবহারের সুযোগ
পাবে।
গ্রামীণফোন প্রি-বুকিং গ্রাহকদের জন্য
স্যামসাং গ্যালাক্সি এস৬
এবং
গ্যালাক্সি এস৬
এজ
বাজারে
পাওয়া
যাবে
এপ্রিল
১৪থেকে। এছাড়া
সমগ্র
বাংলাদেশে এপ্রিল
১৭
থেকে
গ্যালাক্সি এস৬
এবং
গ্যালাক্সি এস৬
এজ
পাওয়া
যাবে
হোয়াইট
পার্ল,
ব্ল্যাক স্যাফায়ার, গোল্ড
প্লাটিনাম, ব্লু
টোপাজ
(শুধুমাত্র গ্যালাক্সি এস৬
এর
জন্য)
এবং
গ্রিন
এমেরাল্ড (শুধুমাত্র গ্যালাক্সি এস৬
এজ
এর
জন্য)
রঙে।
ফোন
দুটির
দাম
ধরা
হয়েছে
যথাক্রমে এস৬-
৬৯,৯০০/= টাকা এবং
এস৬
এজ
- ৭৯,৯০০/= টাকা।
Post a Comment