Pages

Friday, 17 April 2015

আইএমএসও’র মহাপরিচালক পদে ক্যাপ্টেন মঈনের দায়িত্ব গ্রহণ

 আইএমএসও’র মহাপরিচালক পদে ক্যাপ্টেন মঈনের দায়িত্ব গ্রহণ

আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস্থার (আইএমএসও) মহাপরিচালক পদে আন্তর্জাতিক সচিবালয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন বাংলাদেশের প্রার্থী ক্যাপ্টেন (অব.) মঈন উদ্দিন আহমেদ বুধবার দায়িত্বভার গ্রহণ করেন তিনি বৃহস্পতিবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে এক বার্তায় একথা জানানো হয়েছে

বার্তায় জানানো হয়, জাতিসংঘ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তঃরাষ্ট্রীয় সংস্থায় বাংলাদেশের এই ধারাবাহিক বিজয় শান্তি সমৃদ্ধির লক্ষ্যে পরিচালিত সরকারের পররাষ্ট্রনীতির সাফল্যের পরিচায়ক। একই সঙ্গে এই বিজয় আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সক্রিয় কূটনীতির স্বীকৃতি বহন করে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস্থার (আইএমএসও) ২৩তম সাধারণ সভায় বাংলাদেশের প্রার্থী ক্যাপ্টেন মঈন উদ্দিন আহমেদ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পরবর্তী মহাপরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এই নির্বাচনের চারটি পর্বে তিনি ফ্রান্স, জার্মানি, ইতালি এবং রুমানিয়ার প্রার্থীদের চেয়ে ব্যাপক ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি। নির্বাচনের চূড়ান্ত পর্বে তিনি রুমানিয়ার প্রার্থীকে ৪৯-৩৭ ভোটে পরাজিত করেন। আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস্থা কার্যপ্রণালী অনুসারে, চার-পর্বে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। প্রতিটি পর্বে সর্বনিন্ম ভোটপ্রাপ্ত প্রার্থী পরবর্তী পর্ব থেকে বাদ পড়েন তিনি।

এদিকে সংস্থাটির ৩৫ বছরের ইতিহাসে এই প্রথম কোন উন্নয়নশীল দেশের প্রার্থী মহাপরিচালক পদে দায়িত্বপ্রাপ্ত -

No comments:

Post a Comment