Pages

Friday, 17 April 2015

ডেস্কটপ ও ল্যাপটপের জন্য ফেসবুক মেসেঞ্জার



ডেস্কটপ ল্যাপটপের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জারের নতুন সংস্করণ চালু করেছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ এখন ফেসবুকে লগইন না করেও শুধু মেসেঞ্জার থেকেই বন্ধুদের সঙ্গে বার্তা আদান-প্রদান করতে পারবেন গ্রাহকরা সেবাটি পেতে মেসেঞ্জার ডটকমে লগইন করতে হবে বুধবার ডেস্কটপ ল্যাপটপের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জারের ওয়েব সংস্করণ উন্মোচন করা হয় খবর সিনেট

 ডেস্কটপ ও ল্যাপটপের জন্য ফেসবুক মেসেঞ্জারএত দিন মোবাইল ডিভাইসে মেসেঞ্জার সেবাটি চালু থাকলেও এখন ডেস্কটপ ল্যাপটপ থেকে এর ওয়েব সংস্করণ ব্যবহার করা যাবে। ব্রাউজারে নতুন ট্যাব খুলে মেসেঞ্জারের ওয়েব সংস্করণটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া মেসেঞ্জার ডটকম নামের পৃথক সাইট থেকেও এটি ব্যবহার করা যাবে। এর আগে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে বন্ধুদের সঙ্গে বার্তা আদান-প্রদানের সুবিধা পেতেন ডেস্কটপ ব্যবহারকারীরা।

বিষয়ে ফেসবুক এক বিবৃতিতে জানায়, বার্তা আদান-প্রদানের জন্য আলাদা ওয়েব পেজ হিসেবে সেবাটি চালুর মাধ্যমে মেসেঞ্জার ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দেয়াই মূল লক্ষ্য। ফেসবুক ব্যবহারের সময় মেসেঞ্জার ব্যবহার করলে নিউজ ফিড বা অন্যান্য বিষয়ে মনোযোগ নষ্ট হয়। মেসেঞ্জার ডটকম শুধু বার্তা আদান প্রদানের জন্যই বিশেষভাবে উন্মুক্ত করা হয়েছে। এছাড়া ফেসবুক মেসেঞ্জারের ডেস্কটপ সংস্করণে বেশ কয়েকটি নতুন ফিচার যোগ করতে কাজ করছে সংশ্লিষ্টরা বলে জানানো হয়।

গত মাসে ফেসবুক মেসেঞ্জারের মোবাইল সংস্করণে মিউজিক, ছবি ভিডিও আদান-প্রদানের সুবিধা যোগ করেছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে ৬০ কোটি ফেসবুক ব্যবহারকারী মেসেঞ্জারের মোবাইল সংস্করণ ব্যবহার করছেন বলে দাবি কর্তৃপক্ষের।


No comments:

Post a Comment