Pages

Friday, 17 April 2015

এবার গুগল ডুডলে পহেলা বৈশাখ



আবারও গুগল তার ডুডল করলো বাংলাদেশ আর বাঙালি নিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন আজ (মঙ্গলবার) তার ডুডলটি করেছে বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ উপলক্ষে

গুগলের হোমপেজে গেলেই দেখা যাচ্ছে ডুডলটি। সবুজ বাংলার রঙে শুরুর G এবং শেষের G, L, E অক্ষরগুলো রাঙানো। মাঝের O দুটো দুই নকশি পাড় দেওয়া শাশ্বত বাংলার হাতপাখা। একটি পাখার মাঝে সুতোয় বোনা `শুভ নববর্ষ ১৪২২`

ডুডলটির ওপর মাউস পয়েন্টার রাখলেই লেখা ভেসে উঠছে Bangla New Year 1422.

উল্লেখ্য, গুগল বিশেষ বিশেষ দিনে এবং বিশেষ উপলক্ষেই কেবল তাদের ডুডলকে সাজায় গ্রাফিক আর্ট দিয়ে। এর আগে স্বাধীনতা দিবসে এবং বাংলাদেশ-ভারত বিশ্বকাপ ম্যাচের দিনও গুগল ডুডলে উপস্থাপন করা হয়েছিল বাংলাদেশকে।

No comments:

Post a Comment