Free Funny Images
Here you can get all funny wallpapers,funny photos,funny pictures and more free funny images.
Pages
(Move to ...)
Facebook
▼
(Move to ...)
Emergince Sied
▼
(Move to ...)
Online Business
Home
▼
Wednesday, 15 April 2015
জাস্টিন বিবারের বিরুদ্ধে ইন্টারপোলে রেড এলার্ট
মিষ্টি
সুর
আর
সংগীতের
সুবাদে
বেশ
কিছু
গান
দিয়ে
অল্প
বয়সেই
পেয়ে
গেছেন
দুনিয়াজুড়ে
খ্যাতি
।
কার
জনপ্রিয়তা
যে
কোনো
পরিণত
কণ্ঠ
তারকার
কাছেই
ঈর্ষণীয়
।
কিন্তু
বেপরোয়া
জীবন
যাপনের
কারণে
প্রায়
সময়ই
সমালোচনার
মুখে
থাকেন
মার্কিন
তারকা
জাস্টিন
বিবার
।
তবে
নিজের
তারকা
খ্যাতির
খাতিরে
এসব
কুকর্মের
শাস্তি
থেকে
রেহাই
পেয়ে
যান
তিনি।
এবার
বোধহয়
আর
ছাড়
পাচ্ছেন
না
বিবার।
তাকে
ধরতে
রেড
এলার্ট
জারি
হতে
যাচ্ছে
আন্তর্জাতিক
পুলিশ
সংস্থা
ইন্টারপোলে।
জাস্টিন
বিবারের
বিরুদ্ধে
গ্রেফতারি
পরোয়ানা
জারির
পর
এবার
তাঁকে
ধরতে
ইন্টারপোলকে
রেড
নোটিশ
জারির
অনুরোধ
জানিয়েছেন
আর্জেন্টিনার
বিচারক
অ্যালবার্টো
জুলিও
ব্যানোস।
বিবারকে
ধরতে
বিচারক
অ্যালবার্টো
ইন্টারপোলকে
রেড
নোটিশ
জারির
অনুরোধ
জানিয়েছেন
বলে
নিশ্চিত
করেছেন
তার
কর্মচারী।
এ
প্রসঙ্গে
তিনি
বলেন
, ‘
বিশ্বের
যে
প্রান্তেই
থাকুক
জাস্টিন
বিবার
,
তাকে
ধরতে
আমরা
ইন্টারপোলের
সহায়তা
চেয়েছি।
সমন
জারির
৬০
দিনের
মধ্যে
আদালতে
হাজিরা
দিতে
ব্যর্থ
হওয়ায়
বিবারকে
ধরতে
আমরা
ইন্টারপোলকে
অনুরোধ
জানিয়েছি।
’
প্রসঙ্গত
,
২০১৩
সালের
নভেম্বরে
আর্জেন্টিনায়
গিয়েছিলেন
বিবার।
তখন
দেশটির
রাজধানী
বুয়েনস
এইরেসের
একটি
নৈশক্লাবের
বাইরে
বিবারের
দুই
দেহরক্ষী
এক
চিত্র
সাংবাদিকের
উপর
হামলা
চালিয়ে
জোর
করে
তাঁর
ক্যামেরা
ও
মোবাইল
ফোন
কেড়ে
নেন।
বিবারের
বিরুদ্ধে
অভিযোগ
,
তাঁর
নির্দেশেই
ওই
হামলার
ঘটনা
ঘটে।
ওই
ঘটনার
পরপরই
আর্জেন্টিনা
ছেড়ে
চলে
যান
বিবার।
পরে
বিবারকে
আদালতে
হাজির
হওয়ার
নির্দেশ
দিলেও
,
তিনি
আর্জেন্টিনা
যাননি।
এর
পরিপ্রেক্ষিতে
তার
বিরুদ্ধে
সমন
জারি
করেছে
আদালত।
কিন্তু
বিবারের
পক্ষ
থেকে
কোনো
জবাব
না
পাওয়ায়
সম্প্রতি
তাকে
গ্রেফতারের
নির্দেশ
দেওয়া
হয়।
বিবার
ছাড়াও
তার
দুই
দেহরক্ষী
হুগো
অ্যালসাইডস
হেনসি
ও
টেরেন্স
রিচি
স্মলসকে
যত
দ্রুত
সম্ভব
আটকের
নির্দেশ
দেন
বিচারক
অ্যালবার্টো।
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment