Pages

Wednesday, 15 April 2015

আসছে টার্মিনেটর সিরিজের শেষ কিস্তি



হলিউডের টার্মিনেটর সিরিজের ছবি মানেই দর্শকদের কাছে অন্য রকম ভালো লাগা এবার একটু নড়েচড়ে বসতেই পারেন প্রায় ছয় বছর পর আবারও মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অ্যাকশন ছবি টার্মিনেটর সিরিজের সর্বশেষ কিস্তিটার্মিনেটর জেনিসিস

আর টার্মিনেটরের নতুন এই সিক্যুয়েলের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় একযুগ পর আবারও নাম ভূমিকায় দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আরনল্ড শোয়ার্জনেগার।

ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন এমিলিয়া ক্লার্ক, জেসন ক্লার্ক, জে কোর্টনিসহ আরও অনেকে। স্কাইড্যান্স প্রোডাকশন্স এর প্রযোজনায় এবং প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় টার্মিনেটর জেনিসিস ছবিটি পরিচালনা করেছেন অ্যালান টেইলর।

১২ বছরে বদলে গেছে অনেক কিছুই। বদলেছে পৃথিবী, বদলেছে শত্রুর কাজের ধরন প্রকৃতি, বহুগুণে উন্নত হয়েছে প্রযুক্তি। পৃথিবীকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে আবারও স্বমহিমায় আবির্ভূত টার্মিনেটর।

দুই সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে শুরু হয় শত্রুর মহারণ। চলে একের পর এক দুঃসাহসিক অভিযান। আর এভাবেই এগিয়ে যেতে থাকে টার্মিনেটর সিরিজের নতুন ছবি টার্মিনেটর জেনিসিস এর কাহিনী।

ছবিটি তৈরিতে মোট খরচ হয়েছে ১৭ কোটি মার্কিন ডলার। টার্মিনেটর জেনিসিস ছবিটি উপভোগ করতে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী পহেলা জুলাই পর্যন্ত।

No comments:

Post a Comment