Pages

Wednesday, 15 April 2015

চুমু খাবেন না জন আব্রাহাম



ক্যারিয়ারের শুরু থেকেই খুল্লামখুল্লা পোশাক সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে বলিউডরে মাসল ম্যান জন আব্রাহামকে বিশেষ করে সাবেক প্রেমিকা বিপাশা বসুর সাথে জিসম ছবিতে তাদের অন্তরঙ্গ দৃশ্য আজো দর্শকদের অন্তর কাঁপায়

কিন্তু বিয়ের পর পর নিজেকে আমূল বদলে ফেলেছন জন। দিন আগে ঘোষণা দিয়েছিলেন ঘনিষ্ঠ দৃশ্যে আর অভিনয় করবেন না। এবার থেকে চুমু এবং কোনও রকম উত্তেজিত দৃশ্যেই অভিনয় করবেন না বলে ঘোষণা দিলেন বলিউডের এই হার্টথ্রুব।

কিছুদিন আগেওয়েলকাম ব্যাকছবির একটি রোম্যান্টিক দৃশ্যে শ্রুতি হাসানকে কিস করতে নারাজ হয়েছিলেন তিনি। কারণ হিসেবে জানিয়েছিলেন, শ্রুতির সঙ্গে তার কমফোর্ট জোনটা এখনও তৈরি হয়নি।

কিন্তু এবার আর কোনও অজুহাত নয়। সোজা ভাষায় জানিয়ে দিলেন, ‘আমি আর কোনও ছবিতে লিপ লক দৃশ্যে অভিনয় করতে চাই না।

বিষয়ে তিনি সালমানের পথে হাঁটতে চাইছেন। বলিউডের রোমান্টিক হিরোদের মধ্য অন্যতম সালমান। কিন্তু এযাবৎকাল এই সুপারস্টারকে কোন কিসিং দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি।

আপাততওয়েলকাম ব্যাকহেরাফেরি-থ্রিছবির শুটিংয়ে ব্যস্ত আছেন জন আব্রাহাম।

 চুমু খাবেন না জন আব্রাহাম!

No comments:

Post a Comment