Pages

Thursday, 16 April 2015

ম্যালেরিয়া নির্মূল করতে ভেষজ চা

ম্যালেরিয়ার নানা ধরনের প্রতিষেধক আবিষ্কার হলেও এটিকে এখনো নির্মূল করা সম্ভব হয়নি রোগ নিরাময়ে তাৎক্ষণিক কাজে আসে এমন চিকিৎসা পদ্ধতিও সুলভ নয় তবে প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে ম্যালেরিয়া চিকিৎসায় বিকল্প এক `ভেষজ চা` নিয়ে হাজির হয়েছেন একদল গবেষক এরই মধ্যে এই চা বিক্রির অনুমোদনও পেয়েছেন তারা

যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্লিন উইলকক্স বুরকিনা ফাসোর জেফিরিন দাকুইয়োসহ গবেষক দলটি তিনটি আলাদা ভেষজ গাছের কাণ্ড মূল ব্যবহার করে চা উদ্ভাবনের দাবি করেছেন। গাছগুলোর মধ্যে একটি হচ্ছে কচলোসফেরমাম প্ল্যানচোনি, যা এক ধরনের গুল্মজাতীয় গাঁজা, এনদ্রিবালা নামে বেশি পরিচিত। অন্য দুটি ভেষজ হচ্ছে ফাইলেনথাস এমারাস ক্যাসিয়া আলাতা।

জার্নাল অব অলটারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিনে প্রকাশিত নিবন্ধে গবেষকরা জানিয়েছেন, ভেষজ গাছগুলো থেকে পাওয়া উপাদান ম্যালেরিয়া রোগ বিস্তারে বাধা দেয়, পাশাপাশি ম্যালেরিয়ার যে জীবাণু রক্তের মধ্যে প্রভাব বিস্তার করে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

উইলকক্স জেফিরিন আরও জানান, তারা এই ভেষজ চায়ের সম্ভাবনা সম্পর্কে নিঃসন্দেহ। আপাতত তারা গাছগুলোর নানা প্রজাতির চাষ করছেন। তারপর আরো গবেষণা শেষে ম্যালেরিয়ারোধী সবচেয়ে কার্যকর ভেষজ চাকেই পৃথিবীর সামনে হাজির করবেন। খবর : টাইমস অব ইন্ডিয়া। ম্যালেরিয়া নির্মূল করতে ভেষজ চা
ম্যালেরিয়ার নানা ধরনের প্রতিষেধক আবিষ্কার হলেও এটিকে এখনো নির্মূল করা সম্ভব হয়নি। রোগ নিরাময়ে তাৎক্ষণিক কাজে আসে এমন চিকিৎসা পদ্ধতিও সুলভ নয়। তবে প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে ম্যালেরিয়া চিকিৎসায় বিকল্প এক `ভেষজ চা` নিয়ে হাজির হয়েছেন একদল গবেষক। এরই মধ্যে এই চা বিক্রির অনুমোদনও পেয়েছেন তারা।যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্লিন উইলকক্স ও বুরকিনা ফাসোর জেফিরিন দাকুইয়োসহ গবেষক দলটি তিনটি আলাদা ভেষজ গাছের কাণ্ড ও মূল ব্যবহার করে এ চা উদ্ভাবনের দাবি করেছেন। গাছগুলোর মধ্যে একটি হচ্ছে কচলোসফেরমাম প্ল্যানচোনি, যা এক ধরনের গুল্মজাতীয় গাঁজা, এনদ্রিবালা নামে বেশি পরিচিত। অন্য দুটি ভেষজ হচ্ছে ফাইলেনথাস এমারাস ও ক্যাসিয়া আলাতা।জার্নাল অব অলটারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিনে প্রকাশিত নিবন্ধে গবেষকরা জানিয়েছেন, ভেষজ এ গাছগুলো থেকে পাওয়া উপাদান ম্যালেরিয়া রোগ বিস্তারে বাধা দেয়, পাশাপাশি ম্যালেরিয়ার যে জীবাণু রক্তের মধ্যে প্রভাব বিস্তার করে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।উইলকক্স ও জেফিরিন আরও জানান, তারা এই ভেষজ চায়ের সম্ভাবনা সম্পর্কে নিঃসন্দেহ। আপাতত তারা এ গাছগুলোর নানা প্রজাতির চাষ করছেন। তারপর আরো গবেষণা শেষে ম্যালেরিয়ারোধী সবচেয়ে কার্যকর ভেষজ চাকেই পৃথিবীর সামনে হাজির করবেন। খবর : টাইমস অব ইন্ডিয়া। - See more at: http://www.jagonews24.com/%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%20%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B7%E0%A6%9C%20%E0%A6%9A%E0%A6%BE/23410#sthash.G6uN42uC.dpuf

No comments:

Post a Comment