Pages

Thursday, 16 April 2015

নতুন চমক নিয়ে আসছেন কেট পেরি



জের গানগুলোর মাধ্যমে এরই মধ্যে বিশ্বের আলোচিত পপ তারকায় পরিণত হয়েছেন কেটি পেরি শুধু অডিওতে নয়, ভিডিওর মাধ্যমেও চমক তৈরি করতে সমর্থ হয়েছেন তিনি গানের সঙ্গে তার দুর্দান্ত পারফরমেন্স দর্শক প্রাণভরে উপভোগ করেছেন এসব গানে ব্যাপক খোলামেলা কেটিকেই আবিষ্কার করা গেছে

বরাবরের মতো আবারও নতুন চমক নিয়ে খোলামেলাভাবে ভক্ত-দর্শকদের সামনে হাজির হচ্ছেন কেটি পেরি। এরই মধ্যে নিজের ভিডিও অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। নতুন চারটি গান নিয়ে তিনি সাজাচ্ছেন এই অ্যালবাম।

আর সেই অ্যালবামের নতুন একটি গানের ভিডিও করেছেন সম্প্রতি। এই মিউজিক ভিডিওতে ব্যালে, সালসাসহ ধরনের নাচের পারফরমেন্স দেখা যাবে কেটির। প্রায় সপ্তাহব্যাপী এই ভিডিওটির শুটিং হয়েছে। শুধু তাই নয়, ভিডিওর একটি দৃশ্যে নাচতে গিয়ে পুরোপুরি নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। এই প্রথমবারের মতো এমনভাবে কোন গানে ক্যামেরাবন্দি হতে দেখা যাবে তাকে। খুব শিগগিরই এই গানটি প্রকাশ করা হবে ইউটিউবে বিভিন্ন টিভি চ্যানেলে।

বিষয়ে কেটি পেরি বলেন, বেশ দীর্ঘ সময় পর এবার নতুন গানের ভিডিও করছি। তাই আমি খুব এক্সাইটেড। একদমই নতুন রূপে এখানে আমাকে দেখা যাবে। এটি একটি নাচনির্ভর গান। আমি এখানে তাই নাচের উপর জোর দিয়েছি। নিজের শতভাগ চেষ্টা দিয়েই পারফর্ম করার চেষ্টা করেছি। আর বরাবরের মতো গানটিতে সুপারহিট কেটিকেই আবিষ্কার করতে পারবেন দর্শক। আরও কিছু চমক থাকছে। আশা করছি, ভাল লাগবে। -

 নতুন চমক নিয়ে আসছেন কেট পেরি

No comments:

Post a Comment