Pages

Wednesday, 15 April 2015

দেখুন শাকিব-পাওলির সত্তার প্রথম



ত্তা’সিনেমাটির কাজচলছেপুরোদমে। পহেলা বৈশাখেফেসবুকওইউটিউবে উন্মুক্ত করাহয়েছেছবিটিরএকঝলকভিডিও। সেখানেদেখাগেছে,শাড়িপরেদৌড়াচ্ছেন পাওলিদাম।একটাট্রেনপাশদিয়েচলেগেলো।এরপরেইদেখাগেলোশাকিবখাননেশায়সুখটানদিচ্ছেন। তারসঙ্গেরেলগাড়ির ডকেদেখাহয়পাওলির। একপর্যায়ে অজ্ঞানশাকিবকে দেখাযায়ঝুলিয়েনিয়েযাচ্ছেকেউ।‘সত্তা’ছবিরপ্রথমঝলকেরশুরুটাএমনই।পহেলাবৈশাখেফেসবুকওইউটিউবে এটিউন্মুক্ত করাহয়েছে।


 
হাসিবুর রেজাকল্লোলের পরিচালানায় ছবিটিরট্রেইলরের প্রথমঝলকেব্যবহার করাহয়েছেমমতাজের গাওয়া‘নাজানিকোনঅপরাধেদিলাএমনজীবন/আমারে পোড়াইতে তোমারএতআয়োজন/আমারে ডোবাইতে তোমারএতোআয়োজন’। বাপ্পামজুমদারের সুরওসংগীতপরিচালনায় এছবিতেথাকছেমোটছয়টিগান।এগুলোতে কণ্ঠদিয়েছেন মমতাজ,সামিনাচৌধুরী,কনা,মিলাপ্রমুুখ। সোহানীহোসেনের ‘মা’গল্পঅবলম্বনে নির্মিত হতে‘সত্তা।এরচিত্রনাট্য ওসংলাপলিখেছেন ফেরদৌসহাসান।তরঙ্গএন্টারটেইনমেন্টের প্রযোজনায় গতবছরের১৬ নভেম্বর থেকে এর দৃশ্যায়ন শুরু হয়। চলতি বছরেই ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

 দেখুন শাকিব-পাওলির সত্তার প্রথম ভিডিও

No comments:

Post a Comment