Pages

Wednesday, 15 April 2015

সাফল্যের প্রতীক্ষায় তানহা (দেখুন ছবিতে)

ঢাকাই চলচ্চিত্রে তানহা তাসনিয়ার আগমন রফিক সিকদারের ‘ভোলা তো যায় না তারে’ ছবি দিয়ে। রোমান্টিক ঘরানার এ ছবিতে তিনি নায়িকা হিসেবে কাজ করছেন। তার বিপরীতে আছেন ঢালিউডের পরিচিত মুখ নিরব।

তানহা জানালেন, এ ছবিটির শুটিং শেষ। এখন চলছে ডাবিংয়ের কাজ। আসছে ঈদের মধ্যেই ছবিটি মুক্তি দেয়ার কথা ভাবছেন পরচিালক।

নিজের প্রথম ছবি নিয়ে তানহা বলেন, ‘ভোলা তো যায় না তারে আমার প্রথম কাজ। প্রথম সবকিছুই স্পেশাল। চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। আশা করছি নীরব ভাইয়ের সাথে আমার ‘স্ক্রীন কেমিস্ট্রি’ ভালো লাগবে দর্শকদের। ছবিটির ব্যবসায়িক সাফল্য দিয়েই শুভযাত্রার প্রত্যাশায় আমি।’
- See more at: http://www.jagonews24.com/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A7%9F%20%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B9%E0%A6%BE%20(%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8%20%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87)/23281#sthash.t6du1wkU.dpuf
ঢাকাই চলচ্চিত্রে তানহা তাসনিয়ার আগমন রফিক সিকদারেরভোলা তো যায় না তারেছবি দিয়ে রোমান্টিক ঘরানার ছবিতে তিনি নায়িকা হিসেবে কাজ করছেন তার বিপরীতে আছেন ঢালিউডের পরিচিত মুখ নিরব

তানহা জানালেন, ছবিটির শুটিং শেষ। এখন চলছে ডাবিংয়ের কাজ। আসছে ঈদের মধ্যেই ছবিটি মুক্তি দেয়ার কথা ভাবছেন পরচিালক।

নিজের প্রথম ছবি নিয়ে তানহা বলেন, ‘ভোলা তো যায় না তারে আমার প্রথম কাজ। প্রথম সবকিছুই স্পেশাল। চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। আশা করছি নীরব ভাইয়ের সাথে আমারস্ক্রীন কেমিস্ট্রিভালো লাগবে দর্শকদের। ছবিটির ব্যবসায়িক সাফল্য দিয়েই শুভযাত্রার প্রত্যাশায় আমি।




ঢাকাই চলচ্চিত্রে তানহা তাসনিয়ার আগমন রফিক সিকদারেরভোলা তো যায় না তারেছবি দিয়ে রোমান্টিক ঘরানার ছবিতে তিনি নায়িকা হিসেবে কাজ করছেন তার বিপরীতে আছেন ঢালিউডের পরিচিত মুখ নিরব

তানহা জানালেন, ছবিটির শুটিং শেষ। এখন চলছে ডাবিংয়ের কাজ। আসছে ঈদের মধ্যেই ছবিটি মুক্তি দেয়ার কথা ভাবছেন পরচিালক।
নিজের প্রথম ছবি নিয়ে তানহা বলেন, ‘ভোলা তো যায় না তারে আমার প্রথম কাজ। প্রথম সবকিছুই স্পেশাল। চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। আশা করছি নীরব ভাইয়ের সাথে আমারস্ক্রীন কেমিস্ট্রিভালো লাগবে দর্শকদের। ছবিটির ব্যবসায়িক সাফল্য দিয়েই শুভযাত্রার প্রত্যাশায় আমি।



 সাফল্যের প্রতীক্ষায় তানহা (দেখুন ছবিতে)









No comments:

Post a Comment