Pages

Wednesday, 15 April 2015

চলছে তন্ময়ের শেষ চুম্বনের শুটিং



মহরত শেষে শুরু হয়েছে মুন্তাহিদুল লিটনেরশেষ চুম্বনছবির শুটিং ছবিটিতে অভিনয় করেছন চলচ্চিত্রের সম্ভাবনাময় নায়িকা সানজিদা তন্ময় এতে তন্ময়ের সহশিল্পী হিসেবে অভিনয় করছেন সাগর চৌধুরী এই অভিনেত্রী জানালেন, ঢাকার হাতিরঝিলে অবস্থিত প্রিয়াঙ্কা শুটিং হাউজে তিন দিন শুটিং শেষ হয়েছে মঙ্গলবার হয়েছে রমনা পার্কে শুটিং

পহেলা বৈশাখেও কাজ করা প্রসঙ্গে তন্ময় বলেন, ‘কিছু করার নেই। পরিচালক দ্রুত ছবির কাজ শেষ করতে চাইছেন। তাই এমন দিনেও ক্যামেরার সামনে আসতে হলো। ভালোই লাগছে। সাফল্যের প্রত্যাশায় কষ্ট করতে কখনোই মন্দ লাগে না।

ছবিটি নিয় এই তরুণ তুর্কী বলেন, ‘এটা আমার তৃতীয় ছবি। ছবিটিতে আমাকে ভিন্ন একটি চরিত্রে দেখতে পাবে দর্শক। অসুস্থ অবস্থায় শুটিংয়ে অংশ নিয়েছি আমি। তারপরও অনেক ভাল লাগছে কাজটি করতে। অভিনয়ের মধ্যে নিজেকে শতভাগ মেলে ধরার চেষ্টা করছি। আশা করছি দর্শকদের চাহিদা অনুযায়ী একটি ভাল চলচ্চিত্র উপহার দিতে পারবো এই ছবিটির মাধ্যমে।

পরিচালক মুন্তাহিদুল লিটন বলেন, ‘পহেলা বৈশাখের দিনও শুটিং রেখেছি। কারণ এটা আমার পরিচালিত প্রথম চলচ্চিত্র। তাই কাজের ব্যাপারে অনেক সচেতন। আজ শুটিং শেষে আগামী মাসের প্রথম দিকে দ্বিতীয় লটের শুটিং শুরু করবো গাজীপুর।

উল্লেখ্য, সানজিদা তন্ময় ২০১১ সালে ভিট চ্যানেল আই টপ মডেলের মাধ্যমে মিডিয়াতে পথ চলতে শুরু

 চলছে তন্ময়ের শেষ চুম্বনের শুটিং

No comments:

Post a Comment