Pages

Wednesday, 15 April 2015

প্রতিবাদী সোনাক্ষী!



উত্তাল মুম্বাইয়ের রাস্তায় চলছে জনতার ছোটাছুটি পুলিশের ধড়পাকড় এবং উত্তাল জনতাকে থামাতে চলছে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল এতকিছুর মাঝেও একেবারে রাস্তার মাঝখানে আসন পেতে বসে আছেন সোনাক্ষী সিনহা

ভাবলেশহীন নির্বিকার বসে আছে সোনাক্ষী। হ্যাঁ এমনই অবস্থান প্রতিবাদে শামিল হতে দেখা গেছে নায়িকাকে। সোনাক্ষীর পরবর্তী সিনেমাআকিরারশূটিং স্পটে এমনই একটি দৃশ্যধারণ করা হয়েছে।

সাধারণত নায়ক নির্ভর ছবিতেই বেশি দেখা যায় শত্রুঘ্ন তনয়াকে, শুধু গ্ল্যামার ডল কিংবা সৌন্দর্য্য বৃদ্ধিতেই রূপালী পর্দায় উপস্থিতি তার- এমন কথাই শোনা যেত এতোকাল। এবার নিন্দুকের মুখে ছাই দিয়েআকিরাছবিতে নাম ভূমিকায় অ্যাকশন অবতারে হাজির হচ্ছেন সোনাক্ষী সিনহা।

বলিউডি অ্যাকশন ঘরানার দক্ষিণি পরিচালক আর মুরুগোডাসগজিনি’, ‘হলিডেছবির পর এবার শুরু করছেন নারী কেন্দ্রিক হেভি অ্যাকশন ছবিআকিরা শুটিং। ছবিতে আকিরা চরিত্রে দেখা দেবেন সোনাক্ষী। সংস্কৃত শব্দটির বাংলা অর্থ অপার শক্তি।

ফক্স স্টার স্টুডিওর প্রযোজনায় ছবিটি বছরের বিগ বাজেট ছবির তালিকায় নাম লেখাবে, এমন কথাই শোনা যাচ্ছে। ছবির প্রস্তুতি স্বরূপ কুংফু প্রশিক্ষন নিচ্ছেন সোনাক্ষী। নানা শারীরীক কসরৎ এবং কড়া ডায়েট চার্ট মেনে চলতে হচ্ছে তাকে।

জানা গেছে বাবা শত্রুঘ্ন সিনহার সাথে এই প্রথম একই সিনেমায় অভিনয় করছেন সোনাক্ষী।

No comments:

Post a Comment