Pages

Thursday, 16 April 2015

অনাকাঙ্খিত সত্য নিয়ে আরটিভিতে জিনিয়া



সময়ের ব্যস্ত মডেল অভিনেত্রী মডেল অভিনেত্রী জিনিয়া খন্দকার কাজ করছেন বেশ কিছু খণ্ড ধারাবাহিক নাটকে বৃহস্পতিবার আরটিভিতে প্রচার হবে এই তরুণ তুর্কীর সাপ্তাহিক নাটকঅনাকাঙ্খিত সত্য

ক্রাইম ফিকশানধর্মী এই নাটকটিতে জিনিয়ার সাথে আরো অভিনয় করেছেন হাসনাত রিপন, আশরাফুল আশিশ, একে আজাদ সেতুসহ আরো অনেকেই।

বিভীষন গল্প অবলম্বনে শ্রাবণী ফেরদৌসের রচনায়অনাকাঙ্খিত সত্যপরিচালনা করেছেন শুভ্র খান। নাটকটি বৃহস্পতিবার রাত টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই নাটক সম্পর্কে জিনিয়া জাগোনিউজকে বলেন, ‘রোমাঞ্চকর গল্পের এই নাটকে কাজ করা আমার জন্য নতুন অভিজ্ঞতা। চেষ্টা করেছি নিজেকে নতুন ভাবে উপস্থাপন করার। আশা করছি নাটকটি উপভোগ করবেন দর্শকরা।



নাটকের গল্প সম্পর্কে জিনিয়া জানালেন, গল্পে তাকে দেখা যাবে ধনীর দুলালী চরিত্রে। সে তার বাড়িতে এসি মেরামত করতে আসার এক মিস্ত্রির সঙ্গে সম্পর্কে জড়ান। একপর্যায়ে বিয়ের আগেই সন্তান সম্ভবা হন জিনিয়া। বিষয়টি বাবা-মা জানতে পেরে অন্য একজন ছেলের সঙ্গে বিয়ে দেয়ার জন্য উঠে-পড়ে লাগেন। এদিকে জিনিয়া কিছুতেই বিয়েতে রাজি নয়। সে বিষয়ে সাহায্যের জন্য তারা চাচার কাছে যায়। আর তখনই সে মুখোমুখি হয় অনাকাঙ্খিত সত্যের।

এছাড়াও জিনিয়া অভিনীত বিটিভিতে মামুনুর রশীদেরঅক্ষয়’, মোস্তাফিজুর রহমানেরঅপেক্ষা’, এটিএন বাংলায় মোহন খানেরনীড় খুঁজে গাংচিল’, আরটিভিতে সঞ্জীত সরকারেরমামাবাড়ির আবদারনামের ধারাবাহিকগুলো নিয়মিতই প্রচার হচ্ছে।

 অনাকাঙ্খিত সত্য নিয়ে আরটিভিতে জিনিয়া

No comments:

Post a Comment