Pages

Thursday, 16 April 2015

ভালোবাসার এক গজ



বিশ্ববিদ্যালয় পড়ুয়া আনিকা মা-বাবার সামনে আদর্শ মেয়ে আড়ালে তার লুকিয়ে থাকে চঞ্চলতা আর ছেলেমানুষি একটি ছেলের সঙ্গে লুকিয়ে প্রেম করতো সে ঘণ্টার পর ঘণ্টা তাদের প্রেমালাপ চলতো মোবাইল ফোনে আনিকার বাসার ছাদে

একই সময় তার মতো আরেকজন পাশের ছাদে বসে মোবাইলে প্রেমালাপ করে যেতো অর্ণব। একদিন আনিকার প্রেমকাহিনীর ইতি ঘটে। রাগে বিচলিত আনিকা সে সময় পাশের বাসার ছাদে অর্ণবকে দেখে। সে জানতে পারে কিছুক্ষণ আগে অর্ণবেরও ব্রেকআপ হয়েছে। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়। নানা রঙ তামাশার পর আনিকা আর অর্ণবের মিল হয় ছাদেই।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে প্রেমের নাটকভালোবাসার এক গজ নাটকটি লিখেছেন আহমেদ অভি, পরিচালনায় ওয়াসিম আকরাম। নাটকেটির অর্ণব চরিত্রে অভিনয় করেছেন নিলয় আর আনিকার ভূমিকায় অভিনয় করেছেন আফ্রি।

এতে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, তুষার, সুশ্মি, নিশু শিকদার, জামান, শামিম, রিয়াদ এবং আরও অনেকে। শিগগিরই একটি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

 ভালোবাসার এক গজ

No comments:

Post a Comment