Pages

Tuesday, 14 April 2015

আসছে চামড়ার অনুভূতি দেওয়া কনডম



নিরাপদ যৌনমিলনে কনডম জরুরী একটি অনুষঙ্গ কিন্তু কনডম ব্যবহারে অনেকের অনাগ্রহের একটি কারণ, এটি কিছুটা হলেও ত্বকের সংস্পর্শকে আড়াল করে অর্থাৎ অনেকের কাছেই পরিপূর্ণ তৃপ্তির ক্ষেত্রে কনডমের পর্দার ব্যবধানটি বাধা মনে হয় সমস্যারই সমাধান নিয়ে আসার দাবি করছেন একদল গবেষক

প্রচলিত কনডম তৈরিতে ব্যবহার করা হয় পাতলা ল্যাটেক্স। কিন্তু যত পাতলাই হোক, পর্দার বাধায় চামড়ার সংস্পর্শ না পাওয়ার বিষয়টি রয়েই যায়। অস্ট্রেলিয়ার ওয়োলংগং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক উদ্ভাবন করেছেন নতুন এক ধরণের কনডম যাতে এই ল্যাটেক্স ব্যবহার করা হচ্ছেনা। পরিবর্তে হাইড্রোজেল দিয়ে তৈরি হচ্ছে এই কনডম।

 আসছে চামড়ার অনুভূতি দেওয়া কনডমহাইড্রোজেলে পর্দার আড়াল প্রায় থাকছেই না, বরং চামড়ার অনুভূতি তৈরি করবে এই উপাদান। উপরন্তু যৌনউদ্দীপনা বৃদ্ধিকারক ভায়াগ্রার প্রলেপ থাকায় এই কনডমে যৌনমিলন আরো তৃপ্তিদায়ক হবে বলে দাবি গবেষকদের। সাথে স্ব-পিচ্ছিলকারী উপাদান তো থাকছেই।

বিল মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অর্থ যোগাচ্ছে এই পরিবেশবান্ধব কনডম উৎপাদন বাজারজাতকরণে। আশা করা যাচ্ছে শিগগিরই বাজারে মিলবে এই নতুন কনডম।

No comments:

Post a Comment