Pages

Monday, 16 March 2015

পুরুষকে বিরক্ত করে নারীর ১০ অভ্যাস

মেয়েদের কথা
নারী পুরুষ একে অপরের প্রতি ভালবাসা, আসক্তি ও দুর্বলতা নিয়েই জন্ম নিয়ে থাকে। এদের একজনের জীবন অন্যজনকে ছাড়া যেমন পূর্ণাঙ্গ হয় না, তেমনি নারীর প্রতি পুরুষের মোহ স্বভাবতই একটু বেশি। মনস্তাত্ত্বিক ও শারীরিক গঠনের দিক দিয়েই পুরুষ এভাবে বেড়ে ওঠে। নারীর প্রতি অধিক আসক্ত হলেও তাদেরকে কখনও আবার চরম বিরক্তও হতে দেখা যায়। এই বিরক্তি নারীকে অনেক সময় বহু দূরেও ঠেলে দেয়। এই বিরাগ বিভাজনের মূলে রয়েছে নারীর কিছু বদ অভ্যাস। এসব অভ্যাসের উল্লেখযোগ্য ১০টি উল্লেখ করা হলো। 

নারীর একটি অভ্যাস হচ্ছে সে কখনও হোটেল বা রেস্তোরাঁয় গেলে নিজের জন্য খাবারের অর্ডার দেয় না। উল্টো পুরুষের নেয়া খাবার থেকে সে কোন দ্বিধাবোধ ছাড়াই নিজের প্রয়োজন মিটিয়ে ফেলে। এটা পুরুষকে খুবই বিরক্ত করে।

No comments:

Post a Comment