Pages

Monday, 16 March 2015

ছেলে ও মেয়ে উভয়কে পটানোর জন্য দরকার

By.N.m.k.nazmul hassan 

premer photo
premer tips

ছেলে ও মেয়ে উভয়কে পটানোর জন্য দরকার দৈহিক সৌন্দর্য তাই দৈহিক সৌন্দর্যের বিষয়ে থাকতে হবে সচেতন মানে বেশি মোটাও হওয়া যাবে না আবার বেশি চিকনও হওয়া যাবে না। বর্তমান যুগের প্রেম একটু জটিল তাই চেহারার দিকে খেয়াল রাখা দরকার।

এক সাথে আবার দুটা প্রেম করতে যাবেন না , মানে দুই নৌকায় পা দিবেন না। আর যদি তা করেন নৌকা উলটিয়ে পানিতে পরবেন নিশ্চিত থাকুন ১০০% ।

ভালোবাসি কথাটা বেশি বেশি বলাটাও যেমন সন্দেহজনক আবার না বললেও সন্দেহজনক তাই সুন্দর সময় বুঝে বলুন “ Baby I Love you”

বেশি করে প্রশংসা করুন এতে একে অপরের প্রতি আকৃষ্টও হবেন বেশি।

মিথ্যা ভুলেও বলবেন না আবার অনেক সময় সত্যি কথাও মহাবিপদ ডেকে আনে তাই সাবধানতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ।

সম্পর্কের কথা খুশিতে সবাই কে বলবেন না কারন বলা যায় না বিপদের সম্মুখীনও হতে পারেন। তাই গোপনীয়তা বজায় রাখুন।

পরিচ্ছন্নতা – পরিচ্ছন্ন থাকুন, সুন্দর জামা –কাপড় পরিধান করুন এতে মন ফুর ফুরে থাকবে ভালোবাসাও বারবে দ্বিগুণ।

No comments:

Post a Comment