Pages

Saturday, 11 April 2015

শ্রীলঙ্কার ভিসা

শ্রীলঙ্কার ভিসা

 
ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
 
ভিসা ফি: ২,১০০ টাকা
 
এন্ডোর্সমেন্ট:
৩০ দিনের ভ্রমণের জন্য ১০০০ ডলারের এন্ডোর্সমেন্ট এবং দুই সপ্তাহের ভ্রমণের জন্য ৫০০ ডলারের এন্ডোর্সমেন্ট বা এন্ডোর্সমেন্টের রসিদ জমা দিতে হবে। ক্রেডিট কার্ড ব্যবহার করলে পর্যাপ্ত ব্যাল্যান্স থাকার বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ব্যাংক থেকে দেয়া সনদ জমা দিতে হবে।  তবে ভিসা আবেদনকারীর স্পন্সর থাকলে এন্ডোর্সমেন্ট প্রয়োজন হবে না।
 
বিজনেস ভিসা
 
বিনামূল্যের অফিসিয়াল ভিসা (Gratis Visa)
 
রেসিডেন্স ভিসা
শ্রীলঙ্কার যে প্রতিষ্ঠানে কাজ করার জন্য রেসিডেন্স ভিসার জন্য আবেদন করা হচ্ছে সে প্রতিষ্ঠানের তরফ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভিসা ইস্যু করার অনুরোধ জানিয়ে শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগে চিঠি পাঠাতে হবে। এখানে ভিসা আবেদনকারীর নাম, জাতীয়তা, শ্রীলঙ্কায় অবস্থানের মেয়াদ, কাজের ধরন ইত্যাদি উল্লেখ করেতে হবে। এছাড়া মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দপ্তরের সুপারিশও প্রয়োজন হবে।
 
 
সাংবাদিকদের জন্য ভিসা
 
অন্যান্য ভিসা (সেমিনার/বৃত্তি ইত্যাদি)
এ ধরনের ভিসা আগে থেকে নিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র:
 
ভিসা আবেদনপত্র:
শ্রীলঙ্কা দূতাবাসের ওয়েবসাইট থেকে ভিসা আবেদন ফরমটি ডাউনলোড করে নেয়া যায়। আবার শ্রীলঙ্কা দূতাবাসে গিয়েও ভিসা আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
ডাউনলোড লিংক: http://www.slhcdhaka.org/dl_visa.php
 
ভিসা ইস্যু
আবেদনপত্র জমা দেয়ার পরদিন বিকাল ৩:৩০ টা থেকে ৪:৩০টা মধ্যে ভিসা ইস্যু করা হয়।
 
আরও জানতে
আরও বিস্তারিত তথ্যের জন্য শ্রীলঙ্কা দূতাবাসে যোগাযোগ করা যেতে পারে।
কনস্যুলার এসিস্ট্যান্ট/এটাশে/ফার্স্ট সেক্রেটারি: 02-9896353
 
আরও দেখুন:

No comments:

Post a Comment