Free Funny Images
Here you can get all funny wallpapers,funny photos,funny pictures and more free funny images.
Pages
(Move to ...)
Facebook
▼
(Move to ...)
Emergince Sied
▼
(Move to ...)
Online Business
Home
▼
Saturday, 11 April 2015
নুসরাত ইমরোজ তিশা
নুসরাত ইমরোজ তিশা
নুসরাত ইমরোজ তিশা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তবে গান দিয়েই শুরু হয়েছিল তিশার পথচলা। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন।
জন্মঃ
তিশা ২০ ফেব্রুয়ারী রাজশাহীতে জন্মগ্রহন করেন। জন্ম রাজশাহীতে হলেও তিনি বেড়ে উঠেছেন ঢাকায়।
ব্যক্তিগত জীবনঃ
ব্যক্তিগত জীবনে তিনি টিভি ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
প্রাথমিক জীবনঃ
১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন তিনি। গান করতে করতেই ১৯৯৭ সালে অনন্ত হীরার লেখা আর আহসান হাবীবের প্রযোজনায় 'সাতপেড়ে কাব্য' নামে একটি নাটকে শিশুশিল্পী হিসেবে শখের বশে অভিনয় করেন। তিশা, রুমানা, নাফিজা ও কণা এই চারজন গঠন করেন ব্যান্ডদল 'অ্যাঞ্জেল ফোর'। যদিও সে ব্যান্ড দলটি বেশিদূর এগোতে পারেনি। ২০০৩ সাল থেকে নাটকে অভিনয়ের ব্যস্ততা আর অন্য সদস্যরা যে যার কাজে ব্যস্ত থাকায় দলটি ভেঙে যায়।
মডেল তিশাঃ
মেরিল লিপজেলের বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মডেল হিসেবে যাত্রা শুরু করেন তিশা। এরপর একে একে কোকাকোলা, সিটিসেল আর কেয়া সাবানের বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। ২০০৩ সালে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ের প্রতি তার ভালোবাসা তৈরি হয়।
তিশার উল্লেখযোগ্য নাটকগুলোঃ
১। নুরুল হুদা একদা ভালবেসেছিল
২। অরন্যে জ্যোৎস্না
৩। লাইফ
৪। পূর্ণ দৈর্ঘ
৫। এলো মেলো মন
৬। মুনিরা মফস্বলে
৭। ঈদের টিকেট
৮। আরমান ভাই
৯। আরমান ভাই কয়া পারছে
১০। আরমান ভাই ফাইস্যা গেছে
১১। আরমান ভাই বিরাট টেনশনে
১২। আরমান ভাই দি জেন্টেলম্যান
১৩। আরমান ভাই হানিমুনে
১৪। মিথ্যুক
উল্লেখযোগ্য চলচ্চিত্রঃ
১। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
২। টেলিভিশন
তিশার অর্জিত
পুরস্কার
গুলোঃ
১। CZFV পুরষ্কারপ্রাপ্ত (২০০৪-২০০৫)
২। মেরিল-প্রথমআলো (২০০৫)
৩। চ্যানেল আই -এর দুবাই পুরস্কার
৪। এনটিভি -এর লন্ডন পুরস্কার
৫। ১৯৯৫ সালে নতুন কুঁড়ির জাতীয় পুরুস্কার
তিশার অবসরঃ
বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটাতে অনেক পছন্দ করেন তিশা। এছাড়াও তিনি অবসর কাটান কার্টুন দেখে আর গল্প করে।
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment