ছোট বাচ্চা দেখলে সবারই আদর করতে ইচ্ছা করে। ভালবেসে চুমুও দেয়। তবে শিশুর
মায়ের চুমুতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নিউজিল্যান্ডের এক গবেষণা
থেকে সম্প্রতি এই তথ্য জানা গেছে।
জন্মানোর পর সব সন্তান মায়ের কাছ থেকে উষ্ণ আদর পায়। মা কোলে নেয়, আদর
করে। সেই সময়ে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলেও মায়ের চুমু রোগের
প্রতিষেধক হিসেবে কাজ করে। বিশেষ করে মায়ের প্রথম চুমুতে কান ও গলার
ইনফেকশন রোধ হয়।
ইউনিভার্সিটি অব ওটাগোর গবেষকরা জানিয়েছেন, সন্তান জন্মানোর এক মাস আগে
থেকেই মায়ের মুখে এক ধরণের ব্যাকটেরিয়া জন্মায়। যা শিশুর শরীর থেকে কে-১২
নামে একটি ব্যাকটেরিয়াকে দূর করে দেয়।
No comments:
Post a Comment