Pages

Friday, 1 May 2015

২০১৫ সালের সেরা পাঁচটি ক্যামেরা



২০১৫ সালের সেরা পাঁচটি ক্যামেরা

 এবার ছিল টিআইপিএ(টেকনিক্যাল ইমেজ প্রেস অ্যাসোসিয়েশান) ২৫ বছর পূর্তি। বিগত বছরের ন্যায় এবছরও টিআইপিএ প্রকাশ করে ২০১৫ সালের সেরা পাঁচটি ক্যামেরার তালিকা। এ তালিকাটি করা হয়ে থাকে টিআইপিএ এর সদস্যদের ভোটের উপর ভিত্তি করে।
১। সেরা কমপ্যাক্ট ক্যামেরাঃ ক্যানন আইএক্সইউএস(Canon IXUS)
ক্যাননের নতুন মডেলের এই ক্যামেরাটি এবছরের সেরা কমপ্যাক্ট ক্যামেরা হিসেবে নির্বাচিত হয়েছে। ক্যামেরাটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল ১২X অপটিক্যাল জুম এবং 720p তে ভিডিও রেকর্ডিং এর ক্ষমতা। ক্যামেরাটিতে আরও রয়েছে ২০ মিলিয়ন পিক্সেল ক্ষমতা সম্পন্ন সেন্সর এবং ইমেজ স্টাব্লাইজার।
২। সেরা অ্যাকশন ক্যামেরাঃ রিকহ ডাব্লিউজি-এম৭ (Ricoh WG-M7)
নতুন মডেলের এই অ্যাকশন ক্যামেরাটি অন্যান্য অ্যাকশন ক্যামেরা থেকে অনেকটাই ভিন্ন। এর কারন হল এই ক্যামেরাটির এলসিডি মনিটর উপরের দিকে এবং এর ফাংশন বাটনগুলো দুই পাশে। এতে রয়েছে আলট্রা উয়াইড এঙ্গেল টেকনোলজি। এর রয়েছে ৩মিমি ফিক্সড ফোকাল লেনথ এবং ১৬০ ডিগ্রী এঙ্গেল এ ছবি ধারনের ক্ষমতা।
৪। সেরা প্রিমিয়াম ক্যামেরাঃ ফুজিফিল্ম এক্স১০০টি (Fujifilm X100T)
এই ক্যামেরাটি দেখতে অনেকটা ‘রেট্রো’ ক্যামেরার মত। এতে রয়েছে ৩৫মিমি এর ফিক্সড ফোকাল লেনথ এবং সর্বনিম্ন এফ২.০ তে ছবি ধারন করার ক্ষমতা। এতে রয়েছে আগের রকম ট্র্যাডিশনাল কন্ট্রোল বাটন। এর সাথে নতুনভাবে সংযুক্ত করা হয়েছে হাইব্রিড অপটিক্যাল এলেক্ট্রনিক ভিউফাইন্ডার এবং নতুন শাটার মোড।
৫। সেরা প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরাঃ নিকন ডি৮১০ (Nikon D810)নিকন ডি৮১০ হল দি৮০০ এর একটি নতুন ভার্সন। এতে নতুনভাবে দেওয়া হয়েছে ৩৬ মেগাপিক্সেল এর সেন্সর। এই ক্যামেরাটি প্রতি সেকেন্ডে ৫টি ছবি তুলতে সক্ষম এবং এর সর্বোচ্চ আইএসও হল ৫১২০০। ক্যামেরাটিতে দেওয়া হয়েছে একই সাথে দুইটি মেমোরিকার্ড ব্যাবহার করার সুবিধা।

No comments:

Post a Comment