‘যে ধরণের চরিত্রের ব্যক্তিদের কখনই বন্ধু বানাতে নেই’
যে আপনাকে তার মত হতে বলে
তার মতই পোশাক হতে হবে, সে যা খাবে তা ই আপনার খেতে হবে, সে যা করবে তা ই করতে হবে,তারাই সর্বদিকে উত্তম, আর আপনি কিছুই না। আপনার সব কিছুই তারা পরিবর্তন করতে চায়। তাহলে আপনি সবার আগে তাদেরকেই পরিবর্তন করে ফেলুন আপনার বন্ধুত্বর তালিকা থেকে তাদের বাদ দিয়ে।
সবসময় ধার করার অভ্যাস আছে
আপনার বন্ধু যেখানেই যাক সাথে তার মানিব্যাগ নিতে ভুলে যায়। এ রকম নানা ধরনের পদ্ধতি তে আপনার কাছ থেকে টাকা ধার করে। এ রকম লোকদের বন্ধু না বানানোই আপনার জন্য শ্রেয়।
সারাদিন তাদের দুঃখের কথা শুনাতে থাকে
সে আপনার সাথে সব সময় শুধু তার দুঃখের কথা শেয়ার করে। সারাদিনই শুধু তার দুঃখ আর কষ্টের কথা শুনাতে ভাল লাগে তার। আপনি তার যত ভাল বন্ধুই হননা কেন তার এই কথা গুলোর জন্য আপনাদের সম্পরকে দূরত্ব সৃষ্টি হতে পারে।
পরিকল্পনা করা কাজ থেকে দূরে সরে যায়
সবসময় আগে থেকেই বাহিরে যাবার জন্য পরিকল্পনা করে থাকেন। কিন্তু শেষ মুহূর্তে আর যাওয়া হয় না, কারন তারা ব্যাস্ত। হটাত করেই তাদের ব্যাস্ত শিডিউল আপনার সামনে হাজির। এরকম বন্ধু থেকে দৌড়ে পালানোই ভালো।
তার সব ভুলের জন্য আপনাকে দোষী করে
আপনার বন্ধুর জীবনের সব সমস্যার জন্য তার মা বাবা আপনাকে দায়ি মনে করে।তারা চায় না আপনি তাদের ছেলেমেয়ের সাথে মিলামেশা করুন। ফলাফল তার বাসায় আপনার যাওয়া বন্ধ। তাই এসব মানুষ থেকে নিরব দূরত্ব বজায় রাখুন।
যারা আপনাকে শুধু ব্যাবহার করে
আপনার আশেপাশের যেসব লোক আপনাকে শুধু তখনি সময় দেয় যখন আর কেও তাদের পাশে নেই, কিন্তু যখন তাদের সাথে অন্য কেও থাকে তখন আর আপনাকে প্রয়োজনবোধ মনে করে না। এ রকম বন্ধু না থাকাই ভালো।
আপনার প্রতি ঈর্ষান্বিত?
আপনার বন্ধু যদি আপনার ভালো দেখে সহ্য করতে না পারে, আপনার চারপাশের মানুষদের ঈর্ষার চোখে দেখে তাহলে বুঝে নিন এমন বন্ধুত্ব আপনার ক্ষতির কারন হতে পারে। আর মজার কথা হল এরকম মানুষ তাদের ঈর্ষা ঢেকে রাখতে পারে না।
যে জীবনকে নেগেটিভভাবে দেখতে শিখায়
এ ধরনের মানুষেরা জীবনের সব কিছুকেই খারাপভাবে দেখতে শিখায়। তাদের জীবনের সব কিছুকে তারা নেগেতিভভাবে দেখে তাই আপনাকেও তা ই শিখাবে।তাই এ রকম বন্ধুকে বিদায় জানান। এ রকম বন্ধু কারই কাম্য নয়।
সর্ব বিষয়ে উপদেষ্টা
যে কোন উৎসব, অনুষ্ঠান, পার্টি ইত্যাদি যেকোনো বিষয়ে আপনার কি কি করা লাগবে এসব বিষয়ে আপনাকে উপদেশ দিতে সে অনেক আগ্রহী। কিন্তু আপনার কোন সাজেশন এর প্রতি তাদের বিন্দুমাত্র কোন আগ্রহ নেই। আপনার বলা কোন কথার এ মূল্য নেই তাদের কাছে।
বন্ধুত্ব মানে তো সবাই সমান তাই না? তাহলে বুঝে শুনে বন্ধুত্ব করুন
No comments:
Post a Comment