Pages

Thursday, 16 April 2015

কাঠগড়ায় গুগল ,google,google2015




ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল বাজারে তার আধিপত্য বজায় রাখলেও এবার প্রতিষ্ঠানটিকে দাঁড়াতে হচ্ছে কাঠগড়ায়। অপব্যবহারের অভিযোগে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। আর অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন। খবর বিবিসি।

খবরে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে গুগলকে শত কোটি ডলার জরিমানা দিতে হতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন জানায়, গুগলের মত বিশাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে এরকম পদক্ষেপ নিতে হচ্ছে ইউরোপের পঞ্চাশ কোটি মানুষের কথা বিবেচনা করে।

ইউরোপীয় ইউনিয়নের কম্পিটিশন কমিশনার মার্গারেথে ভেস্টেজার বলেন, বহুদিন ধরেই গুগল বাজারে তার একচেটিয়া নিয়ন্ত্রণকে অপব্যবহার করে চলেছে।

তিনি আরও জানান, একজন ক্রেতা যখন গুগলে সার্চ করে কিছু কিনতে যান, তখন সার্চ রেজাল্টে গুগল শপিং সার্ভিসকেই স্ক্রীনের উপরের দিকে দেখানো হয়। অথচ ভোক্তারা চান গুগল যেন সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলোকেই খুঁজে বের করে।

ইউরোপীয় ইউনিয়ন জানায়, তারা গুগলকে তাদের ওয়েব পেজের ডিজাইন বা সার্চ ফর্মুলা বদলাতে বলছেন না, তারা চাইছেন গুগল যেন সব প্রতিদ্বদ্বী প্রতিষ্ঠানকে সমান সুযোগ দেয়।
তবে গুগলের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে জবাব দিতে দশ সপ্তাহ সময় দেওয়া হয়েছে

No comments:

Post a Comment