Free Funny Images
Here you can get all funny wallpapers,funny photos,funny pictures and more free funny images.
Pages
(Move to ...)
Facebook
▼
(Move to ...)
Emergince Sied
▼
(Move to ...)
Online Business
Home
▼
Thursday, 16 April 2015
ল্যাপটপের যত্ন নেবেন যেভাবে
ল্যাপটপ
এখন
আমাদের
নিত্য
প্রয়োজনীয়
একটি
অনুষঙ্গ
হয়ে
দাঁড়িয়েছে
।
ল্যাপটপ
যেমন
সুবিধা
দিতে
পারে
তেমন
অসুবিধার
ও
সৃষ্টি
করতে
পারে
।
ল্যাপটপের
কোনো
যন্ত্রাংশ
নষ্ট
হলে
একটু
বেশিই
অসুবিধায়
পড়তে
হয়
।
আর
এজন্য
ল্যাপটপ
যত্ন
সহকারে
ব্যবহার
করা
প্রয়োজন
-
১
.
ল্যাপটপের
ভেতরটা
গরম
বা
ঠাণ্ডা
রাখার
ব্যাপারে
সরাসরি
আপনার
হাতে
না
থাকলেও
বাইরে
থেকে
একে
ঠাণ্ডা
রাখার
উদ্যোগ
অবশ্যই
আপনি
নিতে
পারেন।
এজন্য
ব্যবহার
করতে
পারেন
Cooling pad.
যা
দুই
বা
ততোধিক
ইউএসবি
পাওয়ার
ও
ফ্যানের
সাহায্যে
ল্যাপটপ
থেকে
তাপ
হটায়।
বাজারে
অ্যানটেক
,
ডাটা
সেক্টর
,
টারগাস
কোম্পানির
কুলিং
ফ্যান
পাওয়া
যায়।
ল্যাপটপ
শক্ত
মসৃণ
স্থানে
ব্যবহার
করুন।
২
.
সাধারণ
ব্যবহারের
পর
আস্তে
আস্তে
ব্যাটারির
আয়ু
ক্ষয়
হতে
থাকে।
যখন
মেইন
পাওয়ার
থেকে
চালাবেন
না
শুধু
ব্যাটারি
দিয়ে
চালাবেন
তখন
খেয়াল
রাখবেন
ব্যাটারির
প্রায়
চার্জ
শেষ
হওয়া
পর্যন্ত
চালাবেন।
মাঝখানে
চার্জ
দিতে
শুরু
করলে
ব্যাটারির
আয়ু
কমে
যাওয়ার
আশঙ্কা
থাকে।
সুযোগ
থাকলে
মেইন
পাওয়ার
দিয়ে
ল্যাপটপ
চালানোই
উত্তম।
তবে
সপ্তাহে
কমপক্ষে
একবার
থেকে
দুবার
ব্যাটরির
চার্জ
সম্পূর্ণ
শেষ
করে
নতুন
করে
চার্জ
দেয়াটা
ব্যাটারির
জন্য
ভালো।
৩
.
আপনার
ল্যাপটপের
হার্ড
ড্রাইভকে
রিফরম্যাট
করুন
করে
পুনরায়
অপারেটিং
সিস্টেমে
ইনস্টল
করুন।
যদিও
এটি
সময়
সাপেক্ষ
কাজ
তারপর
ও
ভালো
ফল
পাবেন।
প্রয়োজনীয়
ডাটা
ও
ফাইলের
ব্যাকআপ
নিতে
ভুলবেন
না।
এই
কাজটি
বছরে
একবার
করলেই
আপনি
অনেক
সুবিধা
পাবেন।
৪
.
গঠনগত
দিক
থেকেই
ডেস্কটপের
চাইতে
ল্যাপটপ
অনেক
বেশি
স্পর্শকাতর।
কাজেই
ল্যাপটপকে
সাবধানে
ব্যবহার
যেমন
করবেন
তেমনি
সাবধানে
এটিকে
বহনও
করতে
হবে।
এটিকে
বহন
করার
জন্য
এমন
একটি
ব্যাগ
ব্যবহার
করুন
,
যা
আপনার
ল্যাপটপকে
সর্বোচ্চ
সুরক্ষা
দিবে।
যানবাহনে
আপনার
ল্যাপটপকে
সাবধানে
সাথে
নিন
যাতে
কোথাও
ধাক্কা
না
লাগে।
-
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment