Pages

Tuesday, 14 April 2015

রূপচর্চায় কফির ব্যবহার

কফি খেতে ভালোবাসেন অনেকেই কিন্তু কফি শুধু খাওয়ার কাজেই নয়, সমানভাবে ব্যবহার করা হয় রূপচর্চার কাজেও স্ক্রাবার কিংবা ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন কফি সতেজ মোলায়েম ত্বক পেতে চাইলে কফির বিকল্প খুঁজতে না যাওয়াই ভালো কীভাবে রূপচর্চায় কফির ব্যবহার করবেন? চলুন জেনে নেয়া যাক-

স্ক্রাবার
একটি বাটিতে সমপরিমাণ কফি চিনি মিশিয়ে নিন। এর সঙ্গে লেবুর রস মেশান। কফি চিনি পুরোপুরি গলবে না। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন ঘুরিয়ে ঘুরিয়ে। ম্যাসেজের পর ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন ব্যবহারে ত্বকের মরা কোষ দূর হবে এবং ত্বকও সতেজ থাকবে।

ফেসপ্যাক  রূপচর্চায় কফির ব্যবহার
রাতে মধু কফির প্যাক ব্যবহার করলে সারা দিন ত্বক থাকবে সতেজ। টেবিল চামচ মধু চা চামচ কফি বাটিতে নিয়ে ভালো করে মেশান। এবার মুখে লাগিয়ে মিনিট অপেক্ষা করুন। অল্প শুকানো থাকতেই ম্যাসাজ করে করে তুলে নিন। পরে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

তৈলাক্ত স্বাভাবিক ত্বক পরিষ্কার করতে চা চামচ কোকোয়া পাউডার চা চামচ কফি মিশিয়ে নিন। এর মধ্যে চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ত্বক ভেজা ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগান।

শুষ্ক এবং রুক্ষ ত্বকের সতেজতা ফিরিয়ে আনতে টেবিল চামচ কফি এবং চা চামচ অলিভ অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার প্যাকটি মুখে লাগিয়ে রাখুন। যখন অল্প শুকিয়ে যাবে তখন আলতো করে ম্যাসাজ করে উঠিয়ে ফেলুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

No comments:

Post a Comment