Pages

Tuesday, 28 April 2015

টেলিটক সাবস্ক্রাইবারদের জন্য ‘ইন্টারনেট কনফিগারেশন’ – যারা জানেন’না শুধুমাত্র তাদের জন্য

টেলিটক সাবস্ক্রাইবারদের জন্য ‘ইন্টারনেট কনফিগারেশন’ – যারা জানেন’না শুধুমাত্র তাদের জন্য

নিচে টেলিটকের বেসিক ইন্টারনেট সেটিংস সম্পর্কে কিছু তথ্য সংক্ষেপে তুলে ধরলাম। Teletalk Internet Settings (basic): • APN - (Access Point Name) : wap • Proxy Address/ IP/ Getway : 192.168.145.101 • Proxy Port Number : 9201 কম্পিউটারের ক্ষেত্রে ডায়াল আপ কানেকশনে dial নম্বর প্রয়জন পড়তে পারে। • APN (Access Point Name) : wap • Phone Number (dial up) : *99# পূনশ্চঃ ⁂ ইন্টারনেট চালু করা না’থাকলে REG লিখে 111 নম্বরে send করে দিন। নেট (pay per use) ২৪ ঘন্টার মধ্যে চালু হবার ম্যাসেজ পাবেন। ⁂ নেটের স্পিড 115Kbps বা প্রায় ১৪ কিলোবাইট/সেকেন্ড (ডাউনলোড/আপলোড) বলা হলেও সবস্থানে সমান না’ও হতে পারে। ⁂ average 2-12 KB/s এর মধ্যে স্পিড ওঠানামা করে। ⁂ 3G প্রযুক্তির কাজ চলার কারনে কোন কোন স্থানে/সময়ে নেট ব্যাবহারে সাময়িক অসুবিধায় পড়তে পারেন। আরো কিছু জানার থাকলে মন্তব্য করতে পারেন…

No comments:

Post a Comment