Pages

Thursday, 16 April 2015

কলকাতা-গোয়া যাবেন মাত্র আড়াই ঘণ্টায়



ত্র পাঁচ হাজার টাকায় কলকাতা থেকে সরাসরি গোয়ায় ভ্রমণ করা যাবে সময় লাগবে আড়াই ঘণ্টা আগামী ১৭ মার্চ থেকে চালু বিমান সেবা চালু করতে যাচ্ছে ইন্ডিগো সংস্থা

এর আগে বেশ কয়েকটি বিমানসংস্থাই গোয়া যাওয়ার সেবা দিলেও প্রতিক্ষেত্রেই বিমান কলকাতা থেকে মুম্বাই যেত। সেখানে কিছুক্ষণ বিরতি দিয়ে পৌছত গোয়া। কলকাতা থেকে রওনা হয়ে গোয়া পৌঁছাতে পাঁচ ঘণ্টা সময় লেগে যেত। ইন্ডিগোর বিমানেও ওই একই ভাবে গোয়া যাওয়া যেত।

এবার সরাসরি উড়ানে সময় লাগবে এর অর্ধেক। এমনিতে ভ্রমণপ্রিয় বাঙালির কাছে গোয়া খুব পছন্দের জায়গা। তার উপর নতুন এই সেবা চালু হলে ভ্রমণপিপাসুদের আরো আনন্দ দিবে এমনটাই মনে করা হচ্ছে।  

 কলকাতা-গোয়া যাবেন মাত্র আড়াই ঘণ্টায়

No comments:

Post a Comment