Free Funny Images
Here you can get all funny wallpapers,funny photos,funny pictures and more free funny images.
Pages
(Move to ...)
Facebook
▼
(Move to ...)
Emergince Sied
▼
(Move to ...)
Online Business
Home
▼
Saturday 11 April 2015
কহানী ইন্টারভিউ কি
কহানী ইন্টারভিউ কি
একবার বিল গেটস্ নিজের কোম্পানির দুজন জেনারেল ম্যানেজার চেয়ে ইন্টারভিউয়ের জন্য কাগজে বিজ্ঞাপন দিলেন। ইন্টারভিউয়ের দিন সকালবেলা দেখা গেলো প্রায় ৫০০০ জন এসে হাজির। পাটনার প্রতাপ কুমার তার মধ্যে একজন। এত্তো লোকের ভিড় দেখে
বিল গেটসের মাথা খারাপ হওয়ার জোগাড়। ক্যাণ্ডিডেটদের সংখ্যা কমানোর জন্য সব্বাই মিলে একটা প্ল্যান বানানো হলো।
বাংলা জোক, বিহারী জোক, বিল গেটস, মাইক্রোসফট
সেইমতো বিল গেটস এসে প্রথমেই বললেন, "আপনাদের ধন্যবাদ জানাই, এখানে আসার জন্য। যারা 'ডটনেট' জানেন না, তাঁরা চলে যেতে পারেন।" এই ঘোষণা শুনে
২০০০ জন চলে গেলেন। আমাদের প্রতাপ
ভাবলো, "ডটনেট কেনো, কোনকিছুই তো জানি না, থেকেই যাই।"
বাংলা জোক, বিহারী জোক, বিল গেটস, মাইক্রোসফট
এরপর বিল গেটস্ আবার বললেন, "যাঁরা ১০০ জনের ওপর কর্মীকে ম্যানেজ করতে পেরেছেন, তাঁরাই থাকুন, বাকীরা চলে যেতে পারেন।" এটা শুনে আরো
১০০০ জন চলে গেলেন। প্রতাপ আবারো
ভাবলো, "আমি তো নিজেই নিজেকে ম্যানেজ করতে পারি না। তবুও থেকেই যাই।"
বাংলা জোক, বিহারী জোক, বিল গেটস, মাইক্রোসফট
বিল গেটস্ এবার তিন নম্বর কণ্ডিশন দিলেন, "যাঁদের ম্যানেজমেন্ট ডিগ্রি নেই, তাঁরা যেতে পারেন।" আরো
১০০০ জন চলে গেলেন।
প্রতাপ ভাবলো, "আমি তো মাধ্যমিক পাশ, তবে চাকরীটা পেলে ভাগলপুর থেকে একটা এমবিএ নাহয় নিয়েই নেবো। থেকেই যাই।"
বাংলা জোক, বিহারী জোক, বিল গেটস, মাইক্রোসফট
আবার বিল গেটস্ বললেন, "যাঁরা জাপানী ভাষা জানেন, তাঁরাই থাকুন আর বাকিরা চলে যান।" আরো ৫০০ জন চলে গেলেন।
প্রতাপ ভাবলো, "আমি তো হিন্দি ছাড়া কিছুই জানি না। দেখি কি হয়! থেকেই যাই।"
বাংলা জোক, বিহারী জোক, বিল গেটস, মাইক্রোসফট
এই করে করে একটা সময় দেখা গেল দুজন ক্যুল্যে আছেন। এবার বিল গেটস বললেন, "ভেরি গুড! যেহেতু আমাদের দুজনকে দরকার আর তোমরা দুজনই আছো যারা দরকারী সব কণ্ডিশন ফুলফিল করেছো, তাই তোমাদের আর কোনও ইন্টারভিউ নেওয়া হবে না। ওয়েলকাম টু মাইক্রোসফট! কাল থেকে তোমাদের ট্রেনিং শুরু হবে। কনগ্রাচুলেশ্যন!"
বাংলা জোক, বিহারী জোক, বিল গেটস, মাইক্রোসফট
বিল গেটস চলে যাওয়ার পর ফাঁক পেয়ে প্রতাপ সেই একজনকে জিজ্ঞেস করল, "কৌন জিলা ঘর পঢ়ি হো?"
উত্তর পাওয়া গেলো, "ছাপড়া। তোহার?"
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment