Pages

Saturday 11 April 2015

শিখে রাখুন বাচ্চাকে ১ মিনিটে ঘুম পাড়িয়ে দেওয়ার কৌশল, তাক লাগিয়ে দিন সবাইকে



শিখে রাখুন বাচ্চাকে ১ মিনিটে ঘুম পাড়িয়ে দেওয়ার কৌশল, তাক লাগিয়ে দিন সবাইকে

শিশুকে ভালবাসে না এ জগতে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শিশুর আগমনে সংসার পরিপূর্ণ হয় এমন কথারও বিরোধিতা করার লোক পাওয়া যায় না। শিশুর হাসি, কান্না দেখে দিন কেটে যায়। কিন্তু রাতে! এক সমীক্ষায় দেখা গেছে ৫ বছরের শিশু তার বাবা-মা অথবা অভিভাবকের অন্তত ১ বছরের ঘুম কেড়ে নেয়। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে রাতে ঘুমোতে যাবেন, কিন্তু আপনার শিশুটি তখনও ঘুমায়নি।অগত্যা জেগে থাকুন তার সাথে। সারাদিন সংসার ঠেলে ক্লান্ত, এবার ঘুমোবেন। কোথায় কী..সে তো এখনও জেগে। শত-হাজার চেষ্টার পরেও সে ঘুমোচ্ছে না। তাহলে উপায়! দেখুন এই ভিডিওতে-
এই ভিডিওটি বেশ সাড়া দিয়েছে। অনেকেই বলছেন, এই ভিডিওটি দেখার পর তারা বেশ উপকৃত হয়েছেন।

No comments:

Post a Comment