Pages

Wednesday, 15 April 2015

বদলে যাওয়া শহিদ কাপুর



তাকে বলা হয়ে থাকে প্রজন্মের শাহরুখ খান নিজেও বলিউড বাদশাহর অনুসারী তবে অভিনয় নিয়ে পরীক্ষা নীরিক্ষা করতে বরাবরই সবার থেকে এগিয়ে শহিদ কাপুর নিত্য নতুন চরিত্র আর ভিন্ন ভিন্ন গেটাপে তিনি পর্দায় হাজির হন, চমকে দেন ভক্তদের

তারই প্রমাণ তিনি দিয়েছেনহায়দারছবিতে। ধারবাহিকতায় আবারও সম্পূর্ণ নতুন রূপে নতুন রঙে পর্দায় আসতে চলেছেন শহিদ কাপুর। অভিষেক চৌবেরউড়তা পাঞ্জাবছবিতে তার এই নতুন রূপ দর্শকরা দেখতে পাবেন। সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন এই ছবিতে তাঁর লুক শেয়ার করেছেন শহিদ।

উড়তা পাঞ্জাবছবিতে শহিদকে লম্বা চুল, তাতে ঘন নীল রঙা স্টিক একেবারে হিপি লুকে দেখা যাবে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন আলিয়া ভাট। এছাড়াও এই ছবির মাধ্যমেই আবারো একসাথে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের আলোচিত জুটি শাহিদ-কারিনা।

 বদলে যাওয়া শহিদ কাপুর

No comments:

Post a Comment