Pages

Wednesday, 15 April 2015

এ কী কাণ্ড ম্যাডোনার



সংগীতেম্যাটেরিয়াল গার্লখ্যাত ম্যাডোনার বয়স এখন ৫৬ সেটি বোঝবার উপায় নেই তার কাজকর্ম আর প্রাণশক্তিতে বয়স তার যতো বাড়ছে ততই যেন তরুণ হয়ে উঠছেন নইলে বয়সী কোনো নারী ২৮ বছরের যুবককে কিস করে বসেন তাও আবারবোল্ড কিস’!

গেল রবিবার রাতে ক্যালোফোর্নিয়ার কেচেলার স্টেজে পারফর্ম করে এই ধুন্ধমার কান্ড ঘটিয়ে বসলেন ম্যাডোনা। আরেক পপ তারকা ড্রেকের ঠোঁটে চুমু দিয়ে বসেন তিনি। হঠাৎ এমন অতর্কিত চুমুতে অন্যদিকে বেচারা ড্রেকের দম যাবার অবস্থা!

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ম্যাডোনা জানিয়েছিলেন ড্রেকের সাথে ডেট করা ড্রেককে চুম্বন করাটা তার কাছে স্বপ্নের মত। তাই ঘোষণা দিয়েই মঞ্চে সে স্বপ্ন পুরণ করলেন।



 এ কী কাণ্ড ম্যাডোনার! (ভিডিও)

No comments:

Post a Comment