Pages

Friday 10 April 2015

জাকিয়া বারী মম,Bangladesh Actor Bari Mom


জাকিয়া বারী মম

প্রথমে পাইলট পরে আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন দেখতেন লাক্স তারকা জাকিয়া বারী মম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই জায়গা দখল করে সংস্কৃতি কর্মী হওয়ার স্বপ্ন। তৃতীয় স্বপ্নটি বাস্তবায়ন করতে গিয়েই দর্শকদের কাছে মম নামের পরিচিতি হয়। লাক্স সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হওয়ার সুবাদে দারুচিনি দ্বীপ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় অভিষেক হয়। আর প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে নিয়ে আলোচনায় চলে আসেন মম। মমের পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ায়। জাকিয়া বারী মমের ছোটবেলা ব্রাহ্মণবাড়িয়াতেই কাটে। 
প্রিয় অভিনেত্রীর নাম জানতে চাইলে মম বলেন, আমি ছোটবেলা থেকেই মাধুরী দীক্ষিতকে দেখে অনুপ্রাণিত হতাম, তার হাসি, অভিনয়, নাচ সবকিছুই আমার ভালোলাগে। এছাড়াও ৫০-এর দশকের ম্যারিলিন মনরো স্টাইলগুলো আমার ভালো লাগে। পছন্দের মুভি নিয়ে তিনি বলেন, আমি সব ধরনের সিনেমা-নাটক দেখি। চোখের সামনে যা পাই তাই দেখি ভালো-মন্দ সব। আসলে সবকিছু থেকে অনেক কিছু শেখার আছে। মমের প্রিয় রঙ হলুদ। অবসর পেলে মম গান শোনেন। তার প্রিয় গায়ক সম্পর্কে তিনি বলেন, আমি সব ধরনের গান শুনি। গানের ব্যাপারটা আসলে মনের ওপর নির্ভর করে। প্রিয় বই বা লেখক নিয়ে জানতে চাইলে মম বলেন, বই পড়ার জন্য মাঝে মধ্যে সময় বের করি। আমার অনেক পছন্দের উপন্যাস প্রথম আলো, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে বইটা দু’বার পড়েছি। প্রতিশ্রুতিশীল এ অভিনেত্রী ভবিষ্যতেও অভিনয় নিয়ে থাকতে চান। অভিনয়টা তার খুব পছন্দের কাজ।

No comments:

Post a Comment