Pages

Tuesday 7 April 2015

Bangla Islami Tips,New tips 2015,Tips 2015

Bangla Islami Tips,New tips 2015,Tips 2015

সবাইকে অনুরধ করে বলছি এই post যার
চোখে পরবে প্লিজ দয়া করে পড়বেন।
______________________________________
মানুষ ঘুমালে তার আত্মা কী করে?
আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ)
থেকে বর্ণিত,
তিনি বলেন, মানুষ ঘুমালে তার
আত্মা আকাশে চলে যায় এবং
তাকে আল্লাহর আরশের
কাছে সিজদা করার নির্দেশ দেয়া হয়।
যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়
তারআত্মা আল্লাহর আরশের
কাছেই সিজদা দেয় এবং
যে ব্যক্তি অপবিত্র ছিল
তার আত্মা আরশ
থেকে দূরে সিজদা দেয়।
(বায়হাকী, ইমামবুখারী এ
হাদীসটি তাঁরআত্-তারীখুল কাবীর’
গ্রন্থে বর্ণনা করেছেন)।
মহানবী (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়
তারমাথার কাছে একজন
ফেরেশতা রাত যাপন করে
এবং ঐ ব্যক্তি জাগ্রত হওয়ার
পূর্ব পর্যন্ত দোয়া করতে থাকে,
“হে আল্লাহ! তুমিতোমার
এই বান্দাকে ক্ষমা করে দাও
কেননা সে পবিত্র অবস্থায়
রাত যাপন করছে। (তাবরানী ও
বায়হাকী)
অতএব আসুন
আমরা পবিত্র অবস্থায় ঘুমায়
যাতে আমাদের আত্মা
আল্লাহর আরশের কাছেই
সিজদা দিতে পারে এবং
ফেরেশতা আমাদের ক্ষমা চেয়ে
আল্লাহর কাছে প্রার্থনা করে।
আমারা সবাই বলি (আমিন)

No comments:

Post a Comment