Pages

Monday, 16 March 2015

৪০০ ছক্কার রেকর্ড গড়লেন বুম বুম আফ্রিদি

ছয়ের রাজা! বুম বুম আফ্রিদির তাণ্ডব। সেই ব্যাটিং-ঝড়েই উড়ে গেল ক্যারিবিয়ানরা। পাকিস্তান-ওয়েস্ট
আফ্রিদি
ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচে শেষ বলে নাটকীয় জয় পাকিস্তানের। শাহিদ আফ্রিদির ধুন্ধুমারের সৌজন্যে। ২৭ বলে ৪৬। . ফর্ম্যাটে মোট ৪০০টি ছয় মারার বিশ্বরেকর্ড গড়লেন আফ্রিদি।৪০০-এর ক্লাবের প্রথম সদস্য। ঘাড়ের কাছে নিঃশ্বাস তাবড় মারকুটেদের। ওয়ান ডে-ই হোক কি টি-২০, মুড়ি-মুড়কির মত ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল। তবুও, বুম বুম পাক-হিটারের পিছনেই পড়ে রইলেন ক্যারিবিয়ান দৈত্য। ৩৫৩ টি ছয়ের সুবাদে এখনও দু’নম্বরে গিলি গিলি গেইল। তাঁর ব্যাটের দাপটে লঙ্কাবাহিনীর একদিনের ক্রিকেটের রণকৌশলই পাল্টে দিয়েছিলেন সনত্ জয়সূর্য। ৩৫২টি ছক্কা মারার সুবাদে তিনি এখন তিন নম্বরে।চার নম্বরে? সচিন রমেশ তেন্ডুলকর। নিখুঁত টেকনিক। হেলায় স্টেডিয়ামের বাইরে পাঠানো বল। ভারতের ক্রিকেট-দেবতার সংগ্রহে ২৫৭টি ছয়। আর, পঞ্চম স্থানে, সৌরভ গঙ্গোপাধ্যায়। গড অফ অফ সাইড। সেই অফের উপর দিয়েই নক্ষত্রগতিতে প্যাভিলিয়নের উপর উড়ে যাওয়া বল। মহারাজের ঝুলিতে ছয়ের সংখ্যা ২৪৭।,৪০০ ছক্কা হাকানোর অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। প্রথম ক্রিকেটার হিসেবে এ ক্লাবে পা রাখলেন তিনি।শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টিটোয়েন্টিতর ১৬তম ওভারে ছক্কা মেরে সবধরণের ক্রিকেট মিলিয়ে ৪০০টির ছক্কার মালিক হন আফ্রিদি। এ ম্যাচে প্রতিপক্ষ দলের ক্রিস গেইলের টেস্ট, ওয়ানডে ও টিটোয়েন্টি মিলিয়ে আছে ৩৫৩টি ছক্কা।সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে শ্বাসরুদ্ধকর এই টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ২৭ বলে ২টি বিশাল ছক্কা ও ৪টি চারে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন শহীদ আফ্রিদি।শেষ বলের এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অতিথিরা।

No comments:

Post a Comment