Pages

Sunday, 22 February 2015

Bangla Kobita sms,bangla golpo,bangla love golpo Online

Online

বিকাল ৫ টা,এইমাত্র অফিসথেকে বের হলো অরণ্য।ছোট-খাটএকটা মাল্টিন্যাশনালকোম্পানিতে চাকরি করে অরণ্য।অফিস থেকে বের হয়ে বাসারউদ্দেশ্যে হাটা শুরু করে অরণ্য। হঠাৎপিছন থেকে কেউ তার নামধরে ডাক দেয়।--অরণ্য,এই অরণ্য।--আরে শফিক! ! কেমন আছিস দোস্ত।--ভালো, তুই?--আমিও ভালোই আছি।অনেকদিনপর দেখা হলো তোর সাথে।--হুম।প্রায় তিন বছর পর দেখা।তারপর,সবকিছু কেমন চলছে তোর?--চলছে কোনরকম। ছোট-খাটএকটা জব করছি।বিয়েও করেছি।আরসবকিছু ভালোই চলছে।তোরকি অবস্থা?--আমার আর অবস্থা! ! বেকার জীবন।চাকরির আশায় রাস্তায় রাস্তায়ঘুরছিস।এই আর কি....--চল্একটা দোকানে বসে চা খেতে খেতে গল্পকরা যাক।..শফিকের সাথে গল্পকরতে করতে অনেক সময় পারহয়ে গেল। শফিককে যখন বিদায়জানালো অরণ্য তখন ঘড়ির কাটায়৮টা বাজে। অরণ্যর মনে পড়ল আজরিমি ওকে খুবতাড়াতাড়ি বাসায়যেতে বলেছে।ওহ্রিমি হচ্ছে অরণ্যের স্ত্রী। অনেকলক্ষ্মী একটা মেয়ে।অনেকভালবাসে অরণ্যকে।অনেক কেয়ারকরে তার।আর অরণ্যও অনেকবেশি ভালবাসে তারলক্ষ্মী বউটাকে। কাল রিমিরজন্মদিন।অনেক প্লান করেছিল অরণ্য।কিন্তু পুরনো বন্ধুর সাথে গল্পকরতে যেয়েইএতো দেরি হয়ে গেল। কিন্তু কিছুইকরা হলো না তার।..রাত দশটা সেইসন্ধা থেকে অরণ্যের জন্যঅপেক্ষা করে আছে রিমি। আজঅনেক সেজেছে মেয়েটা। একদমপরীর মতো লাগছে মেয়েটাকে।সবকিছুই অরণ্যর জন্য।কিন্তু অরণ্যরএখনো দেখাই নেই।বার বার অরণ্যরফোনে ট্রাই করছে মিমি।বাটফোনটা শুধু অফ পাচ্ছে।খুবকান্না পাচ্ছে মেয়েটার।..রাত ১১:৩০ এ বাসায় ফেরে অরণ্য।রিমি ভেবেছিল অরণ্যরহাতে থাকবে হয়ত একগোছা লালগোলাপ। কিন্তু তারবদলে সারাদিনের কর্মব্যস্তঅরণ্যের মলিনমুখটাই দেখতে পাইরিমি।অরণ্যকে খেতে আসতে বললে বলে আজবাইরে থেকেই ডিনারকরে এসেছে।এইবলে ঘুমাতে চলে যায় অরণ্য। অনেককষ্ট হয় রিমির।অরণ্য কি রিমিরজন্মদিনের কথাটাও ভুলে গেছে!!এই অরণ্য আর আগেরঅরণ্যকে মিলাতে পারে না রিমি।অরণ্যেরকাছে তো সে কখনো দামি গাড়ি,গহনা,বিলাসবহুল বাড়ি চাইনি।চেয়েছে শুধুএকটুকরো ভালবাসা। আর সেইঅরণ্য.........আর ভাবতে পারে না রিমি।খুবএকা একা কাঁদতে ইচ্ছা করে রিমির।দৌড়ে ছাদে চলে যায় সে।ছাদের গেট খুলতেই অবাক হয়রিমি।পুরো ছাদজুড়ে বেলুন আরফুলের সমারোহ। ছাদেরচারপাশে অনেকগুলো মোমবাতি জালানো।আর ছাদের ঠিকমাঝখানে একটা টেবিলের উপরকেক রাখা।কেকের উপর লেখা " ILove you, Rimi"পিছন ফিরতেই রিমি দেখে অরণ্যদাড়িয়ে।,মুখে একটা মিস্টি হাসি,আরপিছনে একগুচ্ছ লাল গোলাপ।রিমির সামনে হাটুগেড়ে বসে অরণ্য। তারপর হাতেরফুলগুলো রিমিরদিকে বাড়িয়ে বলে,--হ্যাপি বার্থডে রিমি।ভালবাসি তোমায় মিস্টি বউ।চোখের পানি আরআটকে রাখতে পারে না রিমি।কান্নারত অবস্থায়ঝাপিয়ে পড়ে অরণ্যর বুকে।অরণ্যওকাদতে মানা করে না রিমিকে।কাঁদুক পাগলীটা।ভালবাসারকান্না।

No comments:

Post a Comment