Pages

Friday 26 February 2016

কোমলমতি শিশুর হাতে ভিক্ষার থলি !!!

কোমলমতি শিশুর হাতে ভিক্ষার থলি !!!
--------------------------------------------------------------------------------
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে তখন জ্যামে আটকে আছে শত শত গাড়ি। ছোট ছোট শিশু উত্তপ্ত রাস্তায় খালি পায়ে হাঁটছে আর গাড়িগুলোর জানালায় ভিক্ষার জন্য হাত পাতছে। কেউ সাড়া দিচ্ছেন, কেউ দিচ্ছেন না।
গরমে ঘেমে যাওয়া শিশুরা বিশ্রামের জন্য ফুটপাতে গাছের ছায়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের আবার জোর করে ভিক্ষায় পাঠাচ্ছেন এক নারী। কাছে গিয়ে কথা বলতেই মধ্যবয়স্ক নারী নিজেকেশিশুদের মা বলে পরিচয় দিয়ে বললেন, তাঁর নাম ফাতেমা বেগম। আগারগাঁওয়ের একটি বস্তিতে থাকেন। গরমের মধ্যে জোর করে শিশুদের দিয়ে এভাবে ভিক্ষা করানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ভিক্ষা না করলে খাইব কী?
আপনি তো কাজ করতে পারেন—এ কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বলেন, ‘ভিক্ষা দিতে মন না চাইলে দিয়েন না। তাও এত কথা কইয়েন না।’
কমলাপুর রেলস্টেশনে ভিক্ষা করে পাঁচ বছরের শিশু আলম মিয়া। সে জানায়, তার মা-বাবা কেউ নেই। জন্মের পর থেকে এখানেই বড় হয়েছে। দূর সম্পর্কের এক চাচি তাকে নিয়ে ভিক্ষা করতেন। এখন সে আর চাচির সঙ্গে থাকে না। কিন্তু আর ভিক্ষা ছাড়তে পারেনি। ভিক্ষা করে যা উপার্জন করে, তা দিয়েই সে চলে।

1 comment: