মা, যে নামে স্বর্গীয় অনুভুতি শিহরিত হয় প্রতিবারে প্রতিটি উচ্চারণে, স্বার্থের পৃথিবীতে এতোটা দরদী দ্বিতীয় কেউ নেই, এই কথা সবারই জানা,
এই ক্ষণস্থায়ী ধরায় তখনই প্রখর ভাবে মায়ের শুণ্যতা উপলব্ধি করা যায় যখন প্রতিকুলতায় চোখের পানি মুছার কেউ থাকে না, বিপদে কেউ এগিয়ে আসে না,
মা বেঁচে থাকতেই আমরা মায়ের ক্বদর বুঝতে চেষ্টা করি, মায়ের খেদমতে নিজেকে সপে কিছুটা ঋণের বুঝা হাল্কা করার চেষ্টা করি,
পিতৃ মাতৃ শ্রদ্ধায় পরিপুর্ণ থাক পৃথিবীর সকল সন্তানের হৃদয়, বৃদ্ধাশ্রম যেন কোন মায়ের ঠিকানা না হয়, ভালো থাকুক পৃথিবীর সমস্ত মায়েরা।
Post a Comment