Pages

Friday, 8 May 2015

www.facebook.com/onlinebusinessworld

ডায়াবেটিস রোগীর জন্য খুব ক্ষতিকর যে ১৩ খাবার

Bad Food For Diabetics
আপনার যদি ডায়াবেটিস থাকে, তবে খাবারের প্রতি খেয়াল রাখা সবচেয়ে জরুরি। যদিও এত বাছবিচার করা হলে পুষ্টির বিষয়টি চিন্তার কারণ হতে পারে।
যত সাদা চালের ভাত খাবেন, টাইপ ২ ডায়াবেটিস রোগীদের ঝুঁকি তত বাড়তে থাকবে। ২০১২ সালের এক গবেষণায় দেখা গেছে, সাদা চালের খাবার খেলে প্রতিদিনই ঝুঁকির মাত্র ১১ শতাংশ হারে বেড়ে যায়। কারণ এই চাল প্রক্রিয়াজাত করে সাদা করা হয়।
তাছাড়া এই খাবার চিনি মাত্রাও বাড়িয়ে দিতে পারে। এর পরিবর্তে বাদামী চালের খাবার খেতে পারেন। এতে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

শেয়ার করুন >>>

No comments:

Post a Comment